বিক্রম ব্যানার্জী, কলকাতা: লাল হলুদ জনতার জন্য আনন্দের খবর। আসন্ন মরসুমের আগেই পুরনো ভুল ত্রুটি শুধরে একেবারে 8 বিদেশি নিয়ে ময়দানে নামবে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। জানা যাচ্ছে, নতুন-পুরাতনের সংমিশ্রণে বিদেশি ফুটবলারদের নিয়ে আগামী দিনের পথ চলা শুরু করছে কলকাতা ময়দানের এই প্রধান।
বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, দলের দুই বিদেশির সাথে চুক্তি ভাঙতে পারবে না লাল হলুদ। এদিকে আবার আরও দুই বিদেশি ফুটবলারকে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে, মশাল ব্রিগেড ম্যানেজমেন্টের রাডারে আরও বেশ কিছু বিদেশি রয়েছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই তাদের সকলকে সই করিয়ে আগামী সিজনের জন্য প্রস্তুতি শুরু করবে ইমামির মালিকানাধীন দল।
2025-26 সিজনের আগেই 8 বিদেশি নিয়ে প্রস্তুতি শুরু করবে ইস্টবেঙ্গল
আপাতত যা খবর, ইতিমধ্যেই দুই তুখড় বিদেশি ফুটবলার অর্থাৎ প্যালেস্টাইনের মহম্মদ রশিদ ও ব্রাজিলের মিগুয়েল ফেরেইরার সাথে চুক্তি পাকা করেছে লাল হলুদ। অন্যদিকে দলে থাকা দুই তারকা হিজাজি মাহের ও মাদিহ তালালকে এখনই ছাড়তে পারবে না ইস্টবেঙ্গল এফসি। কেননা, চোট যন্ত্রণায় জর্জরিত এই দুই ফুটবলারকে ছেড়ে দিতে হলে মোটা অঙ্কের ক্ষতিপূরণ গুনতে হবে লাল হলুদকে।
কাজেই সেই চাপ এখনই নিতে চাইছে না কলকাতার এই ঐতিহ্যবাহী দল। সেই সাথেই শোনা যাচ্ছে, সার্বিয়ান ডিফেন্ডার ইভান মিদালিনোভিচকে শেষ পর্যন্ত না পাওয়ায় এবার তাঁর বিকল্প হিসেবে এক ভয়ঙ্কর বিদেশি স্ট্রাইকারের সাথে কথাবার্তা চলছে ইস্টবেঙ্গলের। সূত্র বলছে, সব ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই তাঁর সাথে চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইস্টবেঙ্গল কর্তারা। এছাড়াও আরও কয়েকজন বিদেশিতে এক ভাবে নজর রেখেছে লাল হলুদ। সুযোগ পেলেই তাঁদের সই করিয়ে নেবেন অস্কার।
দুই বিদেশিকে নিয়ে তৈরি হয়েছে সমস্যা
কোচ অস্কার চেয়েও দলের দুই বিদেশিকে ছাঁটাই করতে পারছেন না। যদিও তার অন্যতম কারণ ইস্টবেঙ্গলের দুই তারকা ফুটবলার হিজাজি ও তালালকে ছেড়ে দিলে মোটা অঙ্কের ক্ষতিপূরণ গুনতে হবে ইস্টবেঙ্গলের, যা এই মুহূর্তে দলের পক্ষে সম্ভব নয়। তবে দলে থেকেও কি কাজে আসবেন তাঁরা? সূত্র বলছে, দুই বিদেশির বর্তমান অবস্থা যা তাতে, আগামী বছরের জানুয়ারির আগে চোট সারিয়ে ওঠা একপ্রকার অসম্ভব।
এদিকে ততদিনে ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরসুম শুরু হয়ে যাবে। ফলত, প্রশ্ন থেকেই যায় তাহলে কি নতুন সিজনে 6 বিদেশি নিয়ে নামতে হবে ইস্টবেঙ্গলকে? জানা যাচ্ছে, এ প্রসঙ্গে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে কোচ অস্কার, হেড অফ ফুটবল থাংবোই সিংটো ও ম্যানেজমেন্ট কর্তাদের। যা শোনা যাচ্ছে, 6 বিদেশিকে নিয়ে ISL শুরুর পর, তালালরা ফিরে এলে পরে 8 জনের মধ্যে বাছাই করে 6 জনকে দলে নেওয়া হতে পারে।
অবশ্যই পড়ুন: লাটে উঠেছে ব্যবসা, এবার ইউনূসের এক সিদ্ধান্তে চরম সঙ্কটে বাংলাদেশ ক্রিকেটও
এক নজরে ইস্টবেঙ্গলের 8 বিদেশি
আপাতত যা খবর, ইস্টবেঙ্গলের চূড়ান্ত 6 বিদেশির মধ্যে রয়েছেন হিজাজি মাহের, মাদিহ তালাল, সউল ক্রেসপো, দিয়ামান্তাকোস, মহম্মদ রশিদ ও মিগুয়েল। অন্যদিকে লাল হলুদের নজরে থাকা দুই নতুন বিদেশিদের মধ্যে 7 নম্বর বিদেশি হিসেবে নাকি এক আফ্রিকান ডিফেন্ডারে চোখ রেখেছে ইস্টবেঙ্গল। তবে 8 নম্বর বিদেশি কে হবেন, সেই ছবিটা এখনও ততটাও পরিষ্কার নয়। এদিকে শোনা যাচ্ছে, এক স্প্যানিশ ফুটবলারে নাকি নজর রয়েছে ইস্টবেঙ্গল কর্তাদের।