চোট সমস্যা নিয়েই ভুটানে ইস্টবেঙ্গল, একজন একেবারেই মাঠের বাইরে

Published on:

east bengal fc

প্রীতম সাঁতরা, কলকাতাঃ ভুটানে যাওয়ার আগেও ইস্টবেঙ্গল এফসিতে (East Bengal FC) চোট সমস্যা। দলের দুই তারকা চোটের সঙ্গে লড়াই করছেন বলে জানা গিয়েছে। যার মধ্যে একজনকে ২৬ অক্টোবর এএফসি (AFC) চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামাতে পারবেন না ইস্টবেঙ্গল এফসি কোচ অস্কার ব্রুজন (Oscar Bruzon)।

সমস্যা সঙ্গে নিয়েই ভুটানে ইস্টবেঙ্গল

WhatsApp Community Join Now

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) এখনও জয়ের খাতা খুলতে পারেনি ইস্টবেঙ্গল এফসি। ওডিশা এফসির সঙ্গে খেলা লিগের শেষ ম্যাচেও দল হেরেছে। লাল হলুদ ফুটবলারদের মনোবল যে একেবারে তলানিতে সেটা আর বলার অপেক্ষা রাখে না। নতুন দায়িত্ব পাওয়া কোচ অস্কারকে এই কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে। সেই সঙ্গে আবার চোট সমস্যা। পারো এফসির বিরুদ্ধে হতে চলা ম্যাচে অনিশ্চিত ইস্টবেঙ্গলের অন্যতম সেরা ভারতীয় ফুটবলার।

চোট রয়েছে মহেশের (Mahesh Singh)

দলের সঙ্গে ভুটান পাড়ি দিয়েছেন মহেশ সিং। দলের সঙ্গে বিদেশে গেলেও কোচ তাঁকে মাঠে নামাতে পারবেন কি না সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। রিপোর্ট অনুযায়ী, মেডিকেল টিমের অধীনে সেখানেই রিহ্যাব সারবেন তিনি।

 

চোটের জন্য একেবারেই খেলতে পারবেন না এক সাইড ব্যাক

বুধবার সকালে ভুবনেশ্বরে রিকভারি সেরে বিকালে কলকাতা ফিরেছিল ইস্টবেঙ্গল এফসি। এরপর বৃহস্পতিবার বিশেষ বিমানে তারা পাড়ি দেয় পারো যাবে দল। পারো থেকে সড়কপথে যাবে থিম্পু। থিম্পুর স্টেডিয়ামে ম্যাচ হওয়ার কথা। মহেশ দলের সঙ্গে ভুটান গেলেও সফরে নেই লাল হলুদ ব্রিগেডের অন্যতম সাইড ব্যাক মার্ক জোথানপুইয়া। চোটের কারণে একেবারেই তাঁর খেলার কোনো সম্ভাবনা নেই।

সঙ্গে থাকুন ➥