হ্যাটট্রিক করেছিলেন বোরহা, গোল করার জন্য মুখিয়ে আরও এক ইস্টবেঙ্গল প্রাক্তনী

Updated on:

east bengal vs jamshedpur fc

একই দিনে কলকাতার তিন প্রধানের ম্যাচ। যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ। অন্য দিকে বাইরের মাঠে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) খেলবে জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিরুদ্ধের। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই ম্যাচে কাঁটা হতে পারে তাদেরই এক প্রাক্তন ফুটবলার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হ্যাটট্রিক করেছিলেন বোরহা

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে চলতি ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ তিন গোল করেছিলেন বোরহা হারেরা। আজকের ম্যাচের জামশেদপুর এফসির হয়ে শুরু থেকে মাঠে নামতে পারেন হেভিয়ের সিভেরিও। এফসি গোয়ার বিরুদ্ধে গোল রয়েছে তাঁর। খালিদ জামিলের জামশেদপুর এফসি ইতিমধ্যে চমক দিয়েছে। তারা হারিয়েছে গতবারের আইএসএল বিজেতা মুম্বই সিটি এফসিকে। এদিকে ইস্টবেঙ্গল পরপর তিন ম্যাচে হেরেছে। ক্লাব থেকে বিদায় নিয়েছেন কোচ। নতুন কোচ আসবেন। তার আগে দলকে পয়েন্ট এনে দেওয়াই অন্তরবর্তী প্রশিক্ষক বিনো জর্জ সহ ইস্টবেঙ্গল ফুটবলারদের লক্ষ্য।

আশা করি ভাল খেলব এবং ম্যাচটা জিতব: বিনো

“আইএসএল দীর্ঘ লিগ এবং এখনও আমাদের ২১টি ম্যাচ বাকি আছে। খেলোয়াড়রা নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করছে। আমরা এ বছর একটা ভাল দল তৈরি করেছি। একটা জয় অর্জন করার জন্য অনেক খেটেছি আমরা। আশা করি, জামশেদপুরের বিরুদ্ধে আমরা ভাল খেলব এবং ম্যাচটা জিতব”, ম্যাচের আগে বলেছেন বিনো জর্জ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পাল্লা ভারী জামশেদপুর এফসির

পরিসংখ্যান অনুযায়ী, পাল্লা ভারী জামশেদপুর এফসির দিকে। আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শেষ তিনটি ম্যাচে হারেনি জামশেদপুর। লিগে ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসি মোট আটবার মুখোমুখি হয়েছে। তিনবার জিতেছে জামশেদপুর এফসি, দু’বার জিতেছে ইস্টবেঙ্গল এফসি। বাকি তিনটি ম্যাচ ড্র। গত মরশুমে প্রথম ম্যাচ হয়েছিল গোলশূন্য। পরের ম্যাচে জামশেদপুর ২-১ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গলকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group