বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মরসুমে হতশ্রী পারফরমেন্স ও ব্যর্থতার পাশাপাশি আরও একটি বিষয় থেকে শিক্ষা নিয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। আসলে বিগত মরসুমগুলিতে প্লেয়ারদের দলে নেওয়ার আগে দীর্ঘমেয়াদী চুক্তি সেরে রাখতো লাল হলুদ।
তবে এই অভ্যাসের কারণে সাম্প্রতিক সময় যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে মোহনবাগান প্রতিবেশীকে। কেননা, এই দীর্ঘমেয়াদী চুক্তির কারণেই সল ক্রেসপো, হিজাজি মাহেরদের ক্ষতিপূরণ দিতে হবে মশাল বাহিনীর ম্যানেজমেন্টকে। এছাড়াও চোটে জর্জরিত মাদিহ দালালের সঙ্গেও লম্বা চুক্তি হয়েছিল ইস্টবেঙ্গলের। কাজেই প্রয়োজন মতো ফুটবলার ছাঁটাইয়ের ক্ষেত্রে এখন যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে ইমামির মালিকানাধীন দলটিকে। তাই নতুন মরসুম থেকে আর লম্বা চুক্তিতে পা বাড়াবে না লাল হলুদ কর্তারা, খবর আপাতত তেমনটাই।
দীর্ঘমেয়াদী চুক্তিতে রাজি নয় লাল হলুদের শীর্ষ কর্তারাই!
খোঁজ নিয়ে জানা গেল, বিগত বছরগুলিতে দিমিত্রিওস দিয়ামানতাকোসদের মতো ফুটবলারদের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করায় বর্তমানে বেশ খানিকটা ভোগান্তি পোহাতে হচ্ছে লাল হলুদকে। ফলত, পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে আর একই ফাঁদে পা দিতে চাইছে না মশাল বাহিনীর ম্যানেজমেন্ট।
সূত্র বলছে, খেলোয়াড়দের সাথে দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়টি নিয়ে যথেষ্ঠ অসন্তুষ্ট লাল হলুদের কর্তারাও। তাই এবার থেকে নতুন ফুটবলার সই করানোর আগে হয়তো লম্বা চুক্তিতে যাবে না ইমামি ইস্টবেঙ্গল।
অবশ্যই পড়ুন: আম্বানিকে বাঁচাতে উদ্যোগ! রিলায়েন্সের এই সংস্থা ৪০০০ কোটিতে কিনে নিচ্ছে আদানি
লাল হলুদের নজরে একাধিক তারকা ফুটবলার
অর্থের জোরে দর হাঁকিয়ে রাডারে থাকা দুই তুখোড় ভারতীয় ফুটবলার মেহতাব সিং ও অভিষেক সিংয়ের ইস্টবেঙ্গলে আসা পন্ড করেছে মোহনবাগান! তাই সেই যন্ত্রনা বুকে নিয়েই এবার নতুন মুখেদের সই করাতে চাইছে লাল হলুদ। সূত্র বলছে, বর্তমানে ইস্টবেঙ্গলের নজরে রয়েছে তিন বড় স্ট্রাইকার।
এছাড়াও এফসি গোয়ার হয়ে খেলা ফুটবলার জয় গুপ্তাকে সই করাতে ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল, তাছাড়াও চেনাইয়িন এফসির ভিঞ্চি ব্যারোট ও শিলং লাজং এফসির তরুণ ফুটবলার ফ্রাঙ্কি বুয়ামকে সই করাতে কার্যত প্রস্তুত কলকাতা ময়দানের এই প্রধান।