বিক্রম ব্যানার্জী, কলকাতা: ট্রফি কাঁধে তুলেই কি শুধু সফল হওয়া যায়? গোটা ISL মরসুমে ভরাডুবির পর এমন প্রশ্নই কুরে কুরে খেয়েছে লাল হলুদ সমর্থকদের। এ মরসুমের অভিজ্ঞ তারকাদের ভিড়ে জুটে ছিলেন বহু নতুন মুখ। ইন্ডিয়ান সুপার লিগের এ আসরে বল পায়ে জাত চিনিয়েছেন প্রায় সকলেই। সে ইমামি ইস্টবেঙ্গল হোক, কিংবা মোহনবাগান, অথবা দুই দলের জাত শত্রু এফসি গোয়া।
ISL-এর গ্রুপ পর্ব শেষ হয়েছে বহু আগেই। একটানা দ্বিতীয়বারের জন্য লিগ শিল্ড নিশ্চিত করেছে মোহনবাগান। অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বী হয়েও এবারের যাত্রায় খালি হাতে ফিরতে হয়েছে ইস্টবেঙ্গলকে। তবে ইন্ডিয়ান সুপার লিগের যাত্রা শেষ হলেও আশা ছিল AFC চ্যালেঞ্জ লিগ। কিন্তু সেই মঞ্চেও পরাজিত হয়েছে লাল হলুদ। এহেন আবহে ইস্টবেঙ্গলের চরম ব্যর্থতার মাঝে খুশির হাওয়া বইছে লাল হলুদ শিবিরে।
কারণ, লাল হলুদদের তরুণ উইঙ্গার পিভি বিষ্ণু। এ মরসুমে অনবদ্য ফুটবল খেলে সকলের নজরে এসেছেন তিনি। সেই সাথে অতি সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগের তরফে প্রকাশিত যুব ফুটবলারদের সেরা একাদশের(ISL Youngster XI) তালিকায় নাম তুলেছেন এই ভারতীয়। প্রতিদ্বন্ধীর পাশাপাশি তালিকায় নাম রয়েছে বাগানের আরেক তরুণ দীপেন্দু বিশ্বাসেরও।
ভরাডুবির মাঝেই দলের ছেলের বড় সাফল্য
গত ISL ম্যাচগুলিতে, রক্ষণ যন্ত্রের মধ্যেই গোল করে দলের সংখ্যা বাড়ানোর আমরণ চেষ্টা করে গিয়েছে লাল হলুদের দক্ষ ফুটবলাররা। তবে তাদের মধ্যে একজন তরুণ ভারতীয় হিসেবে হয়তো চেষ্টাটা খানিকটা বেশিই করেছিলেন উইঙ্গার পিভি বিষ্ণু। আর সেই পরিশ্রমের ফল হাতেনাতে পেলেন তিনি। দল ISL থেকে ছিটকে গেছে ঠিকই, তবে মাস ঘুরতেই ইন্ডিয়ান সুপার লিগের ইয়ংস্টারদের একাদশে নাম তুলে ফেলেছেন বিষ্ণু। যা ব্যর্থতার মধ্যেও বড় সাফল্য ইস্টবেঙ্গলের।
সফলতা দ্বিগুণ হয়েছে বাগানের
গোটা ইন্ডিয়ান সুপার লিগ মরসুমে অনবদ্য ফুটবল দেখিয়ে লিগ ফিল্ড নিশ্চিত করেছে মোহনবাগান। গ্রুপ পর্বে 24 ম্যাচ খেলে 56 পয়েন্ট নিয়ে লিগ টেবিললের শীর্ষস্থান একভাবে ধরে রেখেছিল মেরনার্সরা। ISL-এর ইতিহাসে যা সর্বোচ্চ পয়েন্ট হিসেবেই গণ্য হয়েছে। সেই সাথে একটানা দুবার লিগ শিল্ড নিশ্চিত করে বিরাট নজির গড়েছে বাগান।
অবশ্যই পড়ুন: দোকান থেকে ব্যাট নিয়ে পলাতক পাকিস্তানি ক্রিকেটার
এখন লক্ষ একটাই, ইন্ডিয়ান সুপার লিগের সেমিতে দুর্দান্ত পারফর্ম করে প্রধান মঞ্চে ট্রফি জেতা। সবুজ মেরুনের এমন সু সময়ের মাঝেই ইন্ডিয়ান সুপার লিগের সেরা যুব একাদশে নাম উঠেছে দলের ছেলে দীপেন্দু বিশ্বাসের। কেননা, এবারের যাত্রায় দলের রক্ষণভাগ সামলে মোহনবাগানকে অসাধারণ ফুটবল উপহার দিয়েছিলেন তিনি।