মুম্বইতে হবে অস্ত্রোপচার, কবে ফিরবেন তালাল? বিকল্পও খুঁজছে ইস্টবেঙ্গল

Published on:

east bengal footballer mahid talal will undergo surgery today in mumbai

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চোটের কারণে মাদিহ তালালকে (Madih Talal) মাঠে পাচ্ছে না ইস্টবেঙ্গল। মূলত হ্যামস্ট্রিংয়ের চোটে জর্জরিত তালাল বিপদ এড়াতে বড়দিনেই মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেন। গতকাল বেশ কিছু শারীরিক পরীক্ষার পর আজ অর্থাৎ শুক্রবার খেলোয়াড়ের অস্ত্রোপচার হওয়ার কথা। এদিকে ফরাসি মিডফিল্ডারের অভাবে বিপদের আশঙ্কা বেড়েছে লাল হলুদ শিবিরে।

অস্ত্রোপচারের পর দেশে ফিরবেন মাদিহ তালাল

অস্ত্রোপচারের পর সম্ভবত দেশে ফিরবেন তিনি। সূত্রের খবর, চোটগ্রস্থ তালালকে এখনই কাছে পাচ্ছেনা ইস্টবেঙ্গল। জানা গিয়েছে, ফুটবল তারকার অস্ত্রোপচার হয়ে গেলে জুনের আগে আর ভারতের মাটিতে পা পড়বে না তলালের। যেই বার্তা বুকে ব্যাথা নিয়ে আগেই জানিয়ে দিয়েছে কলকাতার ঐতিহ্যবাহী দল ইস্টবেঙ্গল।

ইন্ডিয়ান সুপার লিগে খেলোয়াড়দের ছন্নছাড়া মনোভাব এমনিতেই অস্কার ব্রুজোর কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে। তার মধ্যে চোটের কাছে মাথা নুইয়ে দল ছেড়েছেন তালাল। যা লাল হলুদ কোচের কাছে যথেষ্ট যন্ত্রণার। তবে ধুরন্ধর মিডফিল্ডারের অভাব থাকলেও ইতিমধ্যেই তালালের বিকল্প খোঁজার কাজ শুরু করে দিয়েছে অস্কার ব্রুজোর দল। লাল হলুদ ম্যানেজমেন্ট সূত্রে খবর, ইন্ডিয়ান সুপার লিগের অভিজ্ঞ বিদেশি ফুটবলারদেরই প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রসঙ্গত, চলতি আইএসএল মরসুমের শুরুর দিকে ইস্টবেঙ্গল খেলোয়াড়দের ছন্দপতন বারংবার নজর কেড়েছে সকলের। তবে লাল হলুদের দায়িত্ব ব্রুজোর কাঁধে আসতেই ঘুরে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলের শেষ 5 ম্যাচের 4টিতেই জয়ের মুখ দেখেছে দলটি। আগামীকাল অর্থাৎ শনিবার হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে ব্রুজোর ছেলেরা। আর সেই ম্যাচকেই পাখির চোখ করে খেলোয়াড়দের ছুটি বাতিল করেছেন লাল হলুদ কোচ।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

ইস্টবেঙ্গলের অনুশীলনে নেই তিন প্লেয়ার

তবে লাল হলুদ সৈনিকদের ভিড়ে বুধবার ইস্টবেঙ্গল ব্রিগেডের অনুশীলনে যোগ দেননি আক্রমণাত্মক 3 ফুটবলার দিমিত্রিয়স দিয়ামন্তাকোস, পিভি বিষ্ণু এবং নন্দকুমার। যুবভারতীর ময়দানে লালা হলুদের প্র্যাকটিস পর্ব চলাকালীন মিটিং-এ যোগ দিলেও অনুশীলনে 3 তারকার সান্নিধ্য পাননি ইস্টবেঙ্গলের বাকিরা।

এদিন দেড় ঘন্টারও বেশি সময় ধরে দলের বাকিদের নিয়ে অনুশীলন পর্ব চালিয়ে যান কোচ অস্কার ব্রুজো। 3 লাল হলুদ তারকার পাশাপাশি বুধবারের অনুশীলনে দেখা মেলেনি মহম্মদ রাকিপেরও। গঙ্গা পাড়ের দলের হয়ে শেষ আক্রমণাত্মক ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। যার কারণে মাদিহ তালালের মতোই এই রাইট ব্যককেও আগামী কয়েক ম্যাচের জন্য পাশে পাবেনা ইস্টবেঙ্গল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥