আশা পূরণে ব্যর্থ মহামেডান, মোহনবাগান জিতলে লাভ হবে ইস্টবেঙ্গলের? দেখুন অঙ্ক

Published on:

East Bengal has to rely on Mohun Bagan to reach the Super Six in ISL 2024-25

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শত্রুর ভাল চেয়েও লাভ হলো না! সুপার সিক্সের (ISL 2024-25) আশা জিইয়ে রাখতে একপ্রকার বাধ্য হয়েই প্রতিদ্বন্দ্বী দলগুলির ওপর ভরসা করতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। গতকাল ছিল তারই প্রথম পরীক্ষা। তবে সেই পরীক্ষায় আপাতত পাস করেনি লাল হলুদ। শুক্রবার ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধে ম্যাচ ড্র করায় অস্কার ব্রুজোর দলকে আশ্বস্ত করতে পারল না মহামেডান। এখন কি তবে মোহনাবাগানের কাছে হাত পাততে হবে ইস্টবেঙ্গলকে? বিষয়টা খানিকটা তেমনই। সুপার সিক্সের লড়াইয়ে টিকে থাকতে হলে এখন ভরসা সবুজ মেরুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সুযোগ পেয়েও গোলশূন্য ম্যাচ

শুক্রবার ঘরের মাঠে জয়ের গন্ধ পেয়েছিল মহামেডান। তবে একাধিক সুযোগ হাতছাড়া করে ওড়িশাকে সমতায় রাখল সাদা কালো ব্রিগেড। প্রথমত, সুযোগ নষ্টের রোগে ভোগে ওড়িশা। তার ওপর আবার দিয়েগো মরিসও, হুগো বুমোস, মোর্তাদা ফল ও আহমেদ জাহুর মতো বিদেশিরা দলে নেই।

আর এই সুযোগ নিয়েই ওড়িশাকে বধ করার স্বপ্ন দেখেছিল মহামেডান। তবে দলের ছেলেদের ছন্নছাড়া ফুটবল ও একাধিক ভুল সিদ্ধান্তে ঘরের মাঠেই গোলশূন্য হয়েছে ম্যাচ। যার জেরে মহামেডানের মর্যাদা ক্ষুন্ন হওয়ার পাশাপাশি প্রথম পরীক্ষায় ডাহা ফেল করেছে ইস্টবেঙ্গল। আর সে কারণেই এখন চির প্রতিদ্বন্ধী, বলা চলে ফুটবল ময়দানের জাত শত্রু মোহনবাগানের কাঁধে ভরসার হাত রাখতে হচ্ছে অস্কারদের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ইস্টবেঙ্গলকে বাঁচাতে পারবে মোহনবাগান?

চলতি ISL মরসুমের শুরুর দিকে ধারাবাহিক পরাজয়ের কারণে বর্তমানে ইস্টবেঙ্গলের পরিস্থিতি যা, তাতে না চাইতেও মোহনবাগানের সাহায্য প্রত্যাশা করছে মশাল ব্রিগেড। সূত্র বলছে, গতকালের ম্যাচ ড্র হওয়ায় 29 পয়েন্টে 1 সংখ্যা জুগিয়ে 30 পয়েন্টে তালিকার সপ্তম স্থানে উঠে এসেছে ওড়িশা। এদিকে 22 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে দৌড়াচ্ছে ইস্টবেঙ্গল। রিপোর্ট বলছে দুই দলই সর্বোচ্চ 33 পয়েন্ট তুলতে পারবে। যার জেরে সুপার সিক্সের লড়াইয়ে গোল পার্থক্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

একই সঙ্গে শুক্রবারের ম্যাচ ড্র হওয়ায় এখন মোহনবাগানের ওপর ভরসা করতে হচ্ছে ইস্টবেঙ্গল কর্তাদের। রিপোর্ট বলছে, মোহনবাগান তাদের পরবর্তী ম্যাচ খেলবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। আর এই মহারণই ইস্টবেঙ্গলের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে। অঙ্ক বলছে, মোহনবাগান যদি মুম্বইকে হারিয়ে দেয় সে ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে ইস্টবেঙ্গল। তাই নিজস্ব স্বার্থ চরিতার্থ করতে মোহনবাগানের হয়ে প্রার্থনা করতে হবে, কলকাতা ময়দানের প্রধান দল ইস্টবেঙ্গলকে।

প্রসঙ্গত, মোহনবাগান ছাড়াও কেরালা ব্লাস্টার্স, জামশেদপুর এফসির ম্যাচের দিকেও নজর রাখতে হবে ইস্টবেঙ্গলকে। কেননা, আগামী দুই ম্যাচ জেতার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী দলগুলির পরাজয়ও গুরুত্ব পাচ্ছে ইস্টবেঙ্গলের কাছে।

অবশ্যই পড়ুন: ঘর মোছার কাপড় দিয়ে মাঠের জল শোকাচ্ছে পিসিবি! ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে সমালোচনা

সূত্র বলছে, কেরালা যদি পরবর্তী ম্যাচে পরাজিত হয় বা ড্র করে তবে সুপার সিক্সের লড়াই থেকে ছিটকে যাবে তারা। আর সেই পথ ধরেই বাড়তি সুবিধা পাবে ইস্টবেঙ্গল। একইভাবে মোহনবাগান যদি মুম্বইকে পরাস্ত করতে না পারে সে ক্ষেত্রে নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচকে পাখির চোখ করে বসে থাকতে হবে অস্কারের দল ইস্টবেঙ্গলকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group