বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিদেশে উঠল লাল হলুদ ঝড়। রবিবার হংকংয়ের কিচি এফসির বিরুদ্ধে 1-1 গোলে ড্র করেও AFC চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জন করে নিল ইস্টবেঙ্গলের নারী বাহিনী (East Bengal In AFC Champions League)। অলিম্পিক ডট কমের রিপোর্ট বলছে, প্রথম ম্যাচে জয় এবং পরবর্তী ম্যাচে সমতা ধরে রাখায় এবার গ্রুপ পর্বের শীর্ষে থেকে AFC চ্যাম্পিয়নস লিগের প্রধান মঞ্চে খেলার সুযোগ পাবেন সৌম্যা গুগুলথরা। যে খবর প্রকাশ্যে আসতেই উন্মাদনা তুঙ্গে মশাল বাহিনীর সমর্থকদের।
সঙ্গীতার গোলেই জয় পায় ইস্টবেঙ্গল
রবির হাই ভোল্টেজ ম্যাচে প্রথম নয় মিনিটেই ইস্টবেঙ্গলের হয়ে দুরন্ত গোল করেন সঙ্গীতা। লাল হলুদের দাপুটে ফুটবলারের সেই সাফল্যেই প্রথমার্ধে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল। যদিও দ্বিতীয়ার্ধে খেলা যখন 59 মিনিটে দৌড়চ্ছে ঠিক তখনই, ইস্টবেঙ্গলের দুর্গ ভেঙে গোল করে ম্যাচের সমতা ফেরান কিচি এফসির হো মুই মেই।
প্রতিপক্ষ গোল শোধ দেওয়ায় পাল্টা গোল করতে একেবারে ঝাঁপিয়ে পড়ে ইস্টবেঙ্গলের মেয়েরা। এদিকে কিচির নারী বাহিনীও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাঁরাও একেবারে শক্ত হাতে নিজেদের রক্ষণভাগ আগলে রেখে লাল হলুদের উপর পাল্টা আক্রমণ শানায়। কাজেই, দ্বিতীয়ার্ধের আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচে গোল করে উঠতে পারেনি দু দলের কেউই।
এদিনের ম্যাচ দেখে বোঝাই যাচ্ছিল, ইস্টবেঙ্গলের ডিফেন্স কতটা পোক্ত। মূলত সে কারণেই, শত চেষ্টা করেও শেষের দিকে লাল হলুদের বিরুদ্ধে সুযোগ তৈরি করতে পারেনি কিচি এফসির লড়াকুরা। শেষ পর্যন্ত রেফারির দীর্ঘ বাঁশিতে ইতিহাস গড়ে ফেলে কলকাতা ময়দানের অন্যতম প্রধান দল ইস্টবেঙ্গল। আর সেই সুবাদেই প্রথমবারের জন্য লাল হলুদের নারী বাহিনী পৌঁছল AFC চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে। না বললেই নয়, দ্বিতীয় ভারতীয় দল হিসেবে ওড়িশা এফসির পর এই কৃতিত্ব অর্জন করল ইস্টবেঙ্গল।
অবশ্যই পড়ুন: যুদ্ধ বিরতি, নোবেল, কাশ্মীর! ৬ কারণে ক্রমশ অবনতি হয়েছে মোদি-ট্রাম্প সম্পর্কের
উল্লেখ্য, অনেকেই হয়তো জানেন, 2026 সালের AFC এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারতের সাফল্যটা এসেছিল ইস্টবেঙ্গলের সঙ্গীতার হাত ধরেই। রবিবার তাঁর দুর্দান্ত পারফরমেন্স ও গোলের সুবাদেই বড় দৃষ্টান্ত তৈরি করে দেখাল ইস্টবেঙ্গলও।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |