ISL-এ ভরাডুবির মাঝেই বড় পদক্ষেপ নিতে চলেছে ইস্টবেঙ্গল, চাপ বাড়বে মোহনবাগানের?

Published on:

east bengal vs mohun bagan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ISL-এ শুভারম্ভ দেখেনি ইস্টবেঙ্গল (East Bengal FC)। তবে মরসুমের মাঝপথে অস্কার ব্রুজোর কাঁধে দায়িত্ব উঠতেই ঘুরে দাঁড়িয়েছিল লাল হলুদ। অস্বস্তি বাড়ে তারপর, ডার্বিসহ সাম্প্রতিক ম্যাচগুলিতে মশাল বাহিনীর ধারাবাহিক পরাজয় স্বপ্নের ঘোর কাটিয়েছে। পয়েন্ট তালিকায় 14 সংখ্যা যুগিয়ে এখন 11 নম্বরে কোনও মতে টিকে রয়েছে ইস্টবেঙ্গল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হাতে আছে আর মাত্র 9টি ম্যাচ। আর এর প্রতিটিতেই জয় সুনিশ্চিত করে 3 পয়েন্ট তুলতে হবে ব্রুজোর দলকে। এহেন আবহে দলের বর্তমান পরিস্থিতির জন্য ISL-এর রেফারিং ব্যবস্থাকে দায়ী করেছেন মশাল বাহিনীর কোচ থেকে শুরু করে গোটা কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, ইন্ডিয়ান সুপার লিগের বেশিরভাগ ম্যাচে ভুল রেফারিংয়ের কারণে ইস্টবেঙ্গলের পরাজয়কে সামনে রেখে এবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে অভিযোগ জানাতে পারে লাল হলুদ।

অবিচারের শিকার হচ্ছে ইস্টবেঙ্গল!

গুয়াহাটির ময়দানে সাম্প্রতিক ডার্বিতে রেফারির সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলে মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবের মিডিয়া সেন্টারে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল। গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সাধারণ সচিব রূপক সাহা থেকে শুরু করে ফুটবল সচিব সৈকত গাঙ্গুলী এবং যাঁকে বাদ দিয়ে ইস্টবেঙ্গলের নাম উচ্চারণ করা যাবে না সেই কর্ম সমিতির সদস্য দেবব্রত সরকার। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লাল হলুদ কর্তারা জানান, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নিয়মিতভাবে ISL-এ ভুল রেফারিং করা হচ্ছে। রেফারিদের ভুল সিদ্ধান্তের কারণেই আজ আমাদের এই পরিস্থিতি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মঙ্গলবার রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি একটি ভিডিও ফুটেজও সামনে আনেন লাল হলুদ সদস্যরা। ভিডিওটিতে দেখা যায়, ঠিক কীভাবে ISL-এর সিংহভাগ ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে ইস্টবেঙ্গল। লাল হলুদ কর্তৃপক্ষ জানায়, ISL আসলে একটি প্রাইভেট ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট। এখানে বিভিন্ন সংস্থা দলগুলির ওপর বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে। তবে আমাদের মনে হয়, ISL শুধুমাত্র ধনী এবং ক্ষমতাশালী দলগুলিকেই বাড়তি সুবিধা দিচ্ছে। এদিন নাম না করে সম্ভবত মোহনবাগানকেই তোপের নিশানায় এনেছিল লাল হলুদ কর্তৃপক্ষ। তাদের শেষ সংযোজন, ISL-এর এই পক্ষপাতিত্বের কারণে প্রতি মুহূর্তে অবিচারের শিকার হচ্ছে ইস্টবেঙ্গল।

অবশ্যই পড়ুন: ইংল্যান্ড সিরিজেই শেষ সুযোগ পাচ্ছেন টিম ইন্ডিয়ার ৪ প্লেয়ার, তালিকায় নাম ২ KKR তারকার

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে অভিযোগ জানাবে ইস্টবেঙ্গল

ISl-এ ধারাবাহিক পরাজয় এবং তার কারণ হিসেবে ভুল রেফারিংকে কাঠগড়ায় তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। এবার সেই বক্তব্যে পক্ষপাতিত্বের অভিযোগ যোগ করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের দারস্ত হতে পারে লাল হলুদ কর্তৃপক্ষ। যার আভাস আগে ভাগেই দিয়ে রেখেছিল ইস্টবেঙ্গল। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গল কর্তারা জানিয়েছিলেন, ফেডারেশনের প্রতি আমাদের আস্থা অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে। আর এক ফোঁটাও বিশ্বাস নেই। আমরা খুব শীঘ্রই ক্রীড়ামন্ত্রীর কাছে এ বিষয়ে অভিযোগ জানাব।

আরও পড়ুনঃ নতুন পে কমিশন বদলে নয়া ফর্মুলায় বাড়বে DA, পেনশন, বেতন! সরকারি কর্মীদের লাভ না ক্ষতি?

লাল হলুদ কর্তৃপক্ষের আরও সংযোজন, ভারতীয় ক্রীড়ামন্ত্রক যাতে ফুটবলের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে তাতে হস্তক্ষেপ করে সেই দাবি জানানো হবে। এদিন লাল হলুদের সাধারণ সচিব রূপক সাহা মোহনবাগানের কাছে সদ্য হারের যন্ত্রণা ভুলতে না পেরে বলেছিলেন, চলতি ISL-এর প্রায় প্রতিটি ম্যাচে আমাদের বিরুদ্ধে ভুল রেফারিং করা হয়েছে। ইচ্ছাকৃত আমাদের ফাঁপরে ফেলার চেষ্টা চলছে। এই ঘটনা থেকে এ কথা নিশ্চিত যে, আজও আমরা শরণার্থী ক্লাব হিসেবে বিবেচিত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group