বিক্রম ব্যানার্জী, কলকাতা: জয় গুপ্তাকে দেড় কোটি টাকায় দলে ভিড়িয়ে বড় আশায় বুক বেঁধেছিল ইস্টবেঙ্গল। আনোয়ার আলির সাথে জোট বেঁধে রক্ষণ মজবুত করার দায়িত্ব ছিল তাঁর। গতকাল সেই জয়ের ভুলেই মোহনবাগানের বিরুদ্ধে জয় পায়নি ইস্টবেঙ্গল। পেনাল্টি শুট আউটে জয় গুপ্তার শট থেকে গোল আটকে দেন বাগানের ত্রাতা বিশাল কাইথ। তবে ভুল করে শেষে লাল হলুদ সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন ইস্টবেঙ্গল ফুটবলার জয় (East Bengal Jay Gupta)। সেই সাথে দিলেন বড় প্রতিশ্রুতিও।
ইস্টবেঙ্গলের হারের সব দায় নিজের কাঁধে নিলেন জয়?
গতকাল ম্যাচের পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন ইস্টবেঙ্গল ফুটবলার জয় গুপ্তা। ওই পোস্টে লাল হলুদ তারকা লেখেন, ‘আমি ইস্টবেঙ্গল ক্লাব এবং সকল সমর্থকদের জানাচ্ছি, পেনাল্টি মিস করার সম্পূর্ণ দায় আমার। ইস্টবেঙ্গলের মতো একটা ঐতিহ্যবাহী দল এবং তাদের সমর্থকদের কাছে এই মুহূর্তটা কতটা কঠিন সেটা আমি বুঝি। এমন মুহূর্ত সত্যিই কষ্ট দেয়। সমর্থকরা যে কতটা হতাশ হয়েছেন তা আলাদা করে বোঝানোর ভাষা নেই।’
এদিন লাল হলুদের পরাজয়ের নেপথ্যে নিজের ভুল স্বীকার করে নেওয়ার পাশাপাশি বড় কথা দিয়েছিলেন জয়। ওই পোস্টে তিনি লেখেন, ‘একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, এই পরাজয় আমাকে নাড়িয়ে দেয়নি। এই পরাজয়ের পর সকলে যা কষ্ট পেয়েছেন, আমি সেটা পুষিয়ে দেব। যে ভুলটা আমি করেছি, ইস্টবেঙ্গলকে দশটা ট্রফি জিতিয়ে সেটা পুষিয়ে দেব। এটাই আমার প্রতিশ্রুতি এবং আমার উদ্দেশ্য।’
অবশ্যই পড়ুন: ১৩৭ লক্ষ্য দিল ভারত! খারাপ সময়ে রোহিত, গিলকে খোশমেজাজে দেখে ক্ষুব্ধ নেটজনতা
প্রসঙ্গত, চলতি মরসুমটা মোহনবাগানের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করেছিল ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের পর আশা ছিল হয়তো শিল্ডের ফাইনাল ডার্বিতেও প্রতিপক্ষকে চুপ করিয়ে দেবে তারা। সেই মতোই মস্তানি দেখিয়েই ম্যাচের প্রথম থেকে বাগানের বিরুদ্ধে দাপট বজায় রেখেছিল ইস্টবেঙ্গল। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলাতে প্রতিপক্ষকে আটকে রেখেও টাইব্রেকারে হারের খাতায় নাম লেখাতে হল অস্কারদের।