বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন ডার্বির বিকল্প ময়দান হিসেবে আসামের গুয়াহাটির কথা ভাবা হচ্ছিল। সূত্রের খবর অনুযায়ী, 11 জানুয়ারির হাইভোল্টেজ ডার্বি যে গুয়াহাটির মাঠেই আয়োজিত হবে একথা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে এফএসডিএল ও ডার্বি আয়োজক মোহনবাগান কর্তাদের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা না আসায় অনিশ্চিত 3 দিন বাকি থাকা মোহনবাগান-ইস্টবেঙ্গল (Mohun Bagan Vs East Bengal) যুদ্ধের ভেন্যু। আর এই অনিশ্চয়তা নিয়েই ডার্বির প্রাক্কালে মোহনবাগানকে দুষলেন লাল হলুদ কর্তা। আর তাতেই এলো সাফল্য
লাল হলুদ কর্তা দেবব্রত সরকারের কাঠগড়ায় মোহনবাগান
কলকাতায় হচ্ছে না হাইভোল্টেজ ডার্বি। হাতে আর সময়ও বেশি নেই, অপেক্ষা মাত্র 3 দিনের। এহেন আবহে এখনও পর্যন্ত ডার্বির রণক্ষেত্র ঠিক করে উঠতে পারেনি আয়োজক বাগান কর্তৃপক্ষ। আসেনি কোনও আনুষ্ঠানিক ঘোষণা। এবার এই কারণকেই সামনে রেখে চরম বিরক্তি প্রকাশ করলেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। লাল হলুদ কর্তার বক্তব্য, ডার্বির আর মাত্র 3 দিন বাকি। এখনও পর্যন্ত আমরা জেনে উঠতে পারলাম না খেলাটা আসলে কোথায় হবে।
ডার্বির জন্য যদি গুয়াহাটিকে বেছে নেওয়া হয় সেক্ষেত্রে প্লেনের টিকিট থেকে শুরু করে হোটেল বুকিংয়ের জন্য সময় লাগবে। তাছাড়া আগে থেকে না জানালে ডার্বি নিয়ে মনস্থির করতে পারছে না দল। দেবব্রত আরও বলেন, ডার্বি আদৌ হবে কিনা সে বিষয়ে সংশয় রয়েছে। এখনই স্পষ্ট কিছু না জানা গেলে দল কীভাবে প্রস্তুতি নেবে? অনিশ্চিত পরিস্থিতি নিয়ে লাল হলুদের সমস্যার কথা বলতে বলতেই মোহনবাগানকে সরাসরি নিশানা করে বসেন দেবব্রত।
লাল হলুদ প্রধান বলেন, এমনটা হতে পারে মোহনবাগান সবটা জানে। শুধুমাত্র আমরা যাতে বিপদে পড়ি তাই ইচ্ছাকৃত এইসব করা হচ্ছে। এমন কথাও কানে আসছে যে, ইতিমধ্যেই মোহনবাগানের তরফে গুয়াহাটিতে লোক পাঠানো হয়েছে। এর অর্থ একটাই, সবকিছু জেনেও এই মুহূর্তে আমাদের অন্ধকারে রাখা হচ্ছে। বাগান কর্তাদের বিরুদ্ধে তোপ দেগে লাল হলুদ কর্তার মন্তব্য যে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে উত্তেজনার জন্ম দেবে এ কথা বলার অপেক্ষায় রাখে না।
চোট জর্জরিত ইস্টবেঙ্গলে সই করলেন নতুন বিদেশি
সোমবারের ম্যাচে মুম্বইয়ের ছেলেদের কাছে নাকানি চোবানি খেয়ে সুপার সিক্সে ওঠার স্বপ্ন এক প্রকার হারাতে বসেছে লাল হলুদ। তবে দুর্ভাগ্যের বেড়াজালে কাটিয়ে প্লে অফে ওঠার রাস্তায় টিমটিম করে জ্বলছে আশার আলো। এহেন পরিস্থিতিতে মুম্বই ঝরে খানিকটা কমেছে মশালের তেজ। ডার্বির আগে চোট নিয়ে ব্যর্থতা ঢাকার চেষ্টা চালাচ্ছে অস্কারের দল। পরিস্থিতি যখন এমন, ঠিক সেই মোক্ষম সময়ে, নতুন বিদেশি ফুটবলারকে চূড়ান্ত করে ফেলল লাল হলুদ।
সূত্রের খবর, ভেনেজুয়েলা জাতীয় দলের ফরোয়ার্ড রিচার্ড সেলিসকে ইতিমধ্যেই সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। মূলত, চোট যন্ত্রণায় কাতর মহিদ তালালের বিকল্প হিসেবে এই 28 বছর বয়সী বিদেশীকে দলে টানল লাল হলুদ। বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভেনিজুয়েলার দক্ষ ফরোয়ার্ড রিচার্ডও এখন ইস্টবেঙ্গলের জার্সি গায়ে মাঠে নামতে মরিয়া। আত্মবিশ্বাসের সিঁড়িতে বসে আগেই সে কথা জানিয়েছেন এই ধুরন্ধর ফুটবলার।
ইস্টবেঙ্গলের ধমকে মোম গলেছে
মঙ্গলবার পর্যন্ত ডার্বির ভেন্যু নিয়ে কোনও রকম চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। যার কারণে বাগান কর্তাদের গাফিলতিকে সামনে রেখে ক্ষোভ উগরে দিয়েছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। যে কথা আগেই জানানো হয়েছে। ডার্বি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না জানানোকে মোহনবাগানের ঐচ্ছিক সিদ্ধান্ত বলে দাগিয়ে দিয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তা। এবার সেই ধমকেই জল গড়াল ডার্বির। 11 জানুয়ারির ডার্বি যে গুয়াহাটিতেই হচ্ছে একথা বুধবার সরকারিভাবে জানিয়ে দিল বাগান কর্তৃপক্ষ। আর তাতেই অজানা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে মশাল বাহিনী।