‘জন্ম থেকেই আমরা যোদ্ধা’, প্যালেস্টাইনের এই হাইপ্রোফাইলকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল!

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইস্টবেঙ্গলে (East Bengal) ভিড়তে পারেন যোদ্ধা ফুটবলার। লড়াই, লড়াই আর লড়াই, লাল হলুদের এই মূল মন্ত্রের সাথে তাল মিলিয়ে আসন্ন মরসুমে মাঠ কাঁপাতে পারেন এক প্যালেস্টাইন ফুটবলার।

শোনা যাচ্ছে, কোচ অস্কার ব্রুজোর সবুজ সংকেত পাওয়ার পরই নাকি শর্ট লিস্টেড করা হয়েছে তাঁকে। সূত্রের খবর যদি সত্যি হয়, সেক্ষেত্রে বিদেশের এই ফুটবলারকে শীঘ্রই সই করাতে পারে কলকাতা ময়দানের এই প্রধান।

কার কথা হচ্ছে?

অসম্ভব বলে কোনও শব্দ আমাদের অভিধানে নেই। জন্ম থেকেই আমরা যোদ্ধা। সম্প্রতি ফিফার ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথাগুলি আউরেছিলেন লাল হলুদের নজরে থাকা তুখড় প্যালেস্তিনীয় ফুটবলার মহম্মদ রশিদ।

জানা যাচ্ছে, এবার এই ফুটবলারকেই নাকি পছন্দের তালিকায় রেখেছেন কোচ অস্কার। সূত্র বলছে, ইস্টবেঙ্গল কর্তাদের নাকি পছন্দ হয়ে উঠেছেন রশিদ। অনেকেই মনে করছেন, আসন্ন মরসুমের আগেই তাঁকে সই করিয়ে দলের জার্সি তুলে দিতে পারেন ব্রুজো।

মহম্মদ রশিদকে নিয়ে কিছু কথা

প্যালেস্টাইনের রাস্তায় ফুটবল খেলে বড় হয়ে ওঠেন রশিদ। জানা যায়, তাঁর শৈশবকাল কেটেছে সেখানেই। তবে বয়স 16 বছরের গণ্ডি পেরোতেই উন্নতমানের শিক্ষা, সুস্থ জীবন যাপন ও যুগের সাথে তাল মিলিয়ে চলতে আমেরিকায় পাড়ি দেন এই আত্মবিশ্বাসী ফুটবলার। পড়াশোনার ওপর তাঁর মনোযোগ ছিল দুর্দান্ত। তবে হৃদয়ে বাসা বেঁধেছিল ফুটবল। আর সেই সূত্রেই, 22 বছর বয়সে স্থানীয় হিলাল আল কুদস ক্লাবে যোগ দেন রশিদ।

পরবর্তীতে সৌদি আরব থেকে শুরু করে মিশর, ইন্দোনেশিয়ার মতো ক্লাবে খেলেছেন তিনি। তবে বর্তমানে লিগ ওয়ানের ক্লাব পার্সেবায়া সুরাবায়ায় রয়েছেন প্যালেস্টাইনের এই মহারথী। বলা বাহুল্য, ইতিমধ্যেই পার্সেবায়ার হয়ে 31 ম্যাচে অংশ নেওয়ার পাশাপাশি 6টি তাক লাগানো গোল করেছেন ইস্টবেঙ্গলের রাডারে থাকা এই ফুটবলার।

উল্লেখ্য, দলের অধ্যায় থেকে ভুলত্রুটির পাঠ চুকিয়ে আপাতত নতুন সিঁড়িতে পা রেখেছেন লাল হলুদ কোচ অস্কার ও হেড অফ ফুটবল থাংবোই সিংটো। প্রতিবেশী মোহনবাগানের জোড়া সাফল্যের মাঝে ব্যর্থতা যেন জাঁকিয়ে বসেছিল লাল হলুদ শিবিরে।

অবশ্যই পড়ুন: বিশ্বের ৯টি দেশের হাতে রয়েছে পারমাণবিক শক্তি! কত নম্বরে ভারত, পাকিস্তান? দেখুন তালিকা

ফলত, সেই দুঃসময় ভুলে আপাতত নতুন ও যোগ্য বিদেশিদের সই করাতে মরিয়া ইস্টবেঙ্গল। আর সেই সূত্র ধরেই, প্যালেস্টাইনের এই ধুরন্ধর ফুটবলারকে পছন্দের তালিকায় রেখেছেন কোচ অস্কার। সূত্রে যা খবর, সবকিছু ঠিক থাকলে শীঘ্রই মহম্মদ রশিদকে সিংটোর হাত ধরে সই করিয়ে নেবে ইমামির মালিকানাধীন দল।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join