বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্রাজিলিয়ান তারকা রবসন জল্পনা কাটতেই নতুন বিদেশিকে দলে নিতে উঠে পড়ে লেগেছে ইস্টবেঙ্গল (East Bengal)। সাম্প্রতিক সময়ে, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার নেইমারের বিরুদ্ধে খেলা রবসন রবিনহোর লাল হলুদ শিবিরে আসার জল্পনা বেড়েছিল অনেকটাই। যদিও ইতিমধ্যেই সেই খবর ভুয়ো প্রমাণিত হয়েছে!
অনেকেই বলেছিলেন, ইস্টবেঙ্গল তাঁকে নিয়ে পরিকল্পনায় ব্যর্থ হওয়ায় সুযোগের সদ্ব্যবহার করতে পারে মোহনবাগান। অর্থাৎ, বাগানের হয়ে খেলতে পারেন রবসন, তবে সবুজ মেরুন সূত্রে জানা গিয়েছে, মোলিনার কম্বিনেশনের সাথে একেবারেই মানানসই নন রবিনহো। ফলত তাঁকে নিয়ে ভাবছেনা, গঙ্গা পাড়ের ক্লাব। এমতবস্থায়, প্রতিবেশী ইস্টবেঙ্গলকে নিয়ে উঠে এলো বড় খবর। শোনা যাচ্ছে, বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলা আরেক ব্রাজিলিয়ান ফুটবলারকে নাকি সই করাতে পারে কলকাতা ময়দানের এই প্রধান।
তুখড় ব্রাজিলিয়ান তারকায় নজর ইস্টবেঙ্গলের
সূত্রের যা খবর, কোচ অস্কার ব্রুজোর অধীনে বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে দাপুটে ফুটবল খেলা ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফেরেরাকে নাকি সই করাতে চাইছে লাল হলুদ। শোনা যাচ্ছে, মিগুয়েল কেমন খেলেন তা আগে থেকেই জানেন অস্কার, তাই স্প্যানিশ কোচের পরামর্শে এবার ব্রাজিলিয়ান মিডিওর সাথে চুক্তি পাকা করতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনের দাবি করছে, সব ঠিক থাকলে ফিফার ট্রান্সফার উইন্ডো খোলার পর ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েলের নাম সরকারিভাবে ঘোষণা করতে পারে ইমামি ইস্টবেঙ্গল। খোঁজ নিয়ে জানা গেল, নেইমারের দেশের ফুটবলের সাথে ইতিমধ্যেই নাকি কথা পাকা হয়ে রয়েছে লাল হলুদ কর্তাদের। তাছাড়াও, অস্কারের অন্যতম প্রিয় পাত্র হওয়ার কারণে এবার মিগুয়েলকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান দল।
অবশ্যই পড়ুন: পুরস্কারের ছড়াছড়ি মোহনবাগানে, ঠাঁই হল না ইস্টবেঙ্গলের! কাকে বর্ষসেরা বাছল AIFF?
নজরে বসুন্ধরার আরও এক ফুটবলার
বেশ কয়েকটি সূত্রের দৌলতে যা জানা যাচ্ছে, বসুন্ধরা কিংসের হয়ে খেলা 25 বছর বয়সী তরুণ ব্রাজিলিয়ান মিডিও ছাড়াও আরেক বসুন্ধরা কিংস তারকার সাথে কথাবার্তা চলছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। মনে করা হচ্ছে, প্রতিবেশী মোহনবাগানের ধারাবাহিক সাফল্যের কারণে এবার নিজেদের যাবতীয় ভুল ত্রুটি শুধরে দাঁতে দাঁত চেপে লড়তে চাইছে মশাল ব্রিগেড।