বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান যুদ্ধ যুদ্ধ আবহের মাঝে ইস্টবেঙ্গল নিয়ে বড় খবর! গত ইন্ডিয়ান সুপার লিগে প্রথমে কোচ কার্লস কুয়াদ্রতের আমলে ব্যর্থতার নজির গড়ার পর, স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোর কাঁধে দায়িত্ব যেতেই কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। তবে শেষ রক্ষা হল কি? কোচ বদলেও ভাগ্য বদলাতে পারেনি কলকাতা ময়দানের এই প্রধান। ISL-এ প্রতিবেশী মোহনবাগানের জোড়া সাফল্যের মাঝে ক্রমশ ফিকে হয়ে এসেছে লাল হলুদের রঙ।
গোটা মরসুমে একাধিক ব্যর্থতা নিয়ে একেবারে ছন্নছাড়া মেজাজে মশাল ব্রিগেড! শেষবারের মতো সুপার কাপের প্রথম আসরে লজ্জা বাড়িয়ে আপাতত ঘর গোছানোর চিন্তায় ইমামির মালিকানাধীন দল। এমতাবস্থায়, শোনা যাচ্ছে বড় খবর। সূত্র বলছে, ফুটবলারদের চুক্তি শেষের মাঝেই আই লিগের এক বিধ্বংসী ফুটবলারে নজর পড়েছে লাল হলুদ কর্তাদের।
ভুল ত্রুটি শুধরে নিতে চাইছে ইস্টবেঙ্গল
ইন্ডিয়ান সুপার লিগে দলের ছেলেদের ছন্নছাড়া ফুটবল ও দুর্বল রক্ষণভাগ নিয়ে একেবারে হামাগুড়ি দিয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান দল ইস্টবেঙ্গল। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা যে লাল হলুদ করেনি তেমনটা নয়, কিন্তু ধারাবাহিকতা কোথায়? নতুন ভাবে ছন্দে ফিরতে চেয়েও বারংবার মুখ থুবড়ে পড়েছে ইস্টবেঙ্গল।
আর সেই কারণেই সুপার কাপে শেষ ব্যর্থতার পর এবার ভুলত্রুটি শুধরে এবার একেবারে নতুন মেজাজ ফিরতে চাইছে বাঙালদের দল। আর সেই লক্ষ্যেই এবার অস্কারদের রাডারে রয়েছেন বহু নামি ফুটবলার। আর তাদের মধ্যেই বারংবার ভেসে আসছে আই লিগের এক তুখড় ফুটবলারের নাম।
অবশ্যই পড়ুন: জল্পনায় জল! ইস্টবেঙ্গলেই রয়ে গেলেন পিভি বিষ্ণু, কত বছরের জন্য?
কাকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল?
সূত্রের যা খবর, ইস্টবেঙ্গল খুব শীঘ্রই দল থেকে একাধিক দেশি ও বিদেশি ফুটবলারকে ছাঁটাই করতে চলেছে। শোনা যাচ্ছে, সেই পর্ব শেষ হলেই নজরে থাকা প্লেয়ারদের মধ্যে বেছে বেছে কয়েকজনকে সই করাবে লাল হলুদ। এমতাবস্থায়, যাঁর নাম বারংবার উঠে আসছে তিনি হলেন আই লিগের শক্তিশালী দল শিলং লাজং এফসির মিডফিল্ডার হার্ডি ক্লিফ নংব্রি।
শেষ মরসুম জুড়ে মাঠে দাপট দেখিয়ে 17 ম্যাচে দুটি গোল ও 5টি অ্যাসিস্ট করেছেন এই ভারতীয় ফুটবলার। খোঁজ নিয়ে জানা গেল চলতি মাসেই পাহাড়ি দলের সাথে চুক্তি শেষ হচ্ছে তাঁর। আর এর পরই লাল হলুদ জার্সি গায়ে তুলতে পারেন নংব্রি, এমনটাই মনে করছেন বহু ফুটবল বিশেষজ্ঞ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |