বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ, AFC চ্যালেঞ্জ লিগ ও সবশেষে সুপার কাপের প্রথম আসরে হেরে নিজেদের গায়ে কলঙ্ক লাগিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। প্রিয় লাল হলুদের ব্যর্থতায় হতাশ হয়েছেন বহু সমর্থক। এমতাবস্থায়, পুরনো ক্ষততে মলম লাগিয়ে যন্ত্রণা ভুলতে চাইছে লাল হলুদ ব্রিগেড।
লক্ষ্য এখন আসন্ন মরসুম। আর সেই কথা মাথায় রেখেই প্রতিবেশী মোহনবাগানকে টেক্কা দিতে ঘর গোছাতে শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে, লাল হলুদ কোচ অস্কার ব্রুজোর পরামর্শে খুব শীঘ্রই এক তারকা ডিফেন্ডারকে সই করাতে পারে কলকাতা ময়দান এর এই প্রধান।
কাকে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল?
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, বিগত ব্যর্থতা গুলি ভুলে আসন্ন মরসুমে একেবারে নতুন মেজাজে ফিরতে চাইছে ইস্টবেঙ্গল। আর সেজন্যেই দলে একজন ভরসার কাঁধ খুব প্রয়োজন বলেই আপনি করছেন কোচ অস্কার। এহেন আবহে উঠে আসছে উরুগুয়ের এক ফুটবলারের নাম। খোঁজ নিয়ে জানা গেল, দলের বেহাল দশা কাটাতে খুব শীঘ্রই লাতিন আমেরিকান ফুটবলার অস্কার জেভিয়ার মেন্ডেজকে সই করাতে চাইছে ইলিশ প্রেমীদের দল।
বলা বাহুল্য, গত সিজনে উরুগুয়ে প্রিমিয়ার ডিভিশনের ক্লাব আতলেটিকো পিনারোলের হয়ে মাঠে দাপট দেখিয়েছিলেন 30 বছর বয়সি অস্কার। মনে করা হচ্ছে, তাঁর বিগত ফর্মকে সামনে রেখেই ইস্টবেঙ্গল শিবিরের হাল ফেরাতে চাইছেন অস্কার। অনেকেই হয়তো জানেন না, উরুগুয়ের এই তুখড় ফুটবলার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলার ক্ষমতা রাখেন। সূত্র যা বলছে, তাঁকে দলে নিলে ডিফেন্সিভ স্ক্রিন হিসেবেও ব্যবহার করতে পারে মশাল বাহিনীর ম্যানেজমেন্ট।
অবশ্যই পড়ুন: শুকিয়ে কাঠ নদী, সিন্ধুর জল আটকাতেই হাহাকার পাকিস্তানে! স্যাটেলাইটে দুর্দশার চিত্র
কত খরচ হবে ইস্টবেঙ্গলের?
উরুগুয়ের এই তাবড় ফুটবলারকে দলে টানতে বেশ মোটা অঙ্কের অর্থ খরচ হতে পারে ইস্টবেঙ্গলের। বর্তমানে জেভিয়ার মেন্ডেজের বাজার মূল্য রয়েছে 4.80 কোটি টাকা। কাজেই ভাল ফুটবলার নিতে গেলে ভাল দাম চোকাতে হবে লাল হলুদকে। সূত্র বলছে, অতিরিক্ত খরচ হলেও তাঁকে যেকোনও মূল্যের দলে টানতে হুমড়ি খেতে পারে লাল হলুদ। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি ওই বিদেশির সাথে যোগাযোগের চেষ্টা করছেন ইস্টবেঙ্গল কর্তারা।