গোদের উপর বিষফোঁড়া, ISL ৫ হারের পর ওড়িশার বিরুদ্ধে ম্যাচের আগে ঝটকা ইস্টবেঙ্গলে

Published on:

isl east bengal

কলকাতাঃ খারাপ সময় যেন কাটতেই চাইছে না ইস্টবেঙ্গলের (East Bengal FC)। একেতেই কোচ কার্লেস কুয়াদ্রাত দায়িত্ব ছেড়েছেন। তারপর ISL-এ জয়ের মুখ দেখা তো দূরের কথা, পরপর ৫ ম্যাচে হারের মুখে পড়েছে লাল হলুদ। তারপর আবার মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতেও ২-০ গোলে পরাজিত হতে হয়েছে মশালবাহিনীকে। আর এরই মধ্যে আরেক খারাপ খবর পেল ইস্টবেঙ্গল।

চোট সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল

মঙ্গলবার ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে লাল হলুদের। আর তাঁর আগে চোটে ভুগছেন দলের তরুণ তুর্কি তন্ময় দাস। ওই ম্যাচে তিনি আদৌ খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনও কোনও খবর মেলেনি। জানা যাচ্ছে যে, প্রশিক্ষণে আহত হয়েছেন ইস্টবেঙ্গলের নির্ভরযোগ্য প্লেয়ার তন্ময় দাস। এই খবর মেলার পরেই চাপে রয়েছেন ইস্টবেঙ্গলের সমর্থকরা।

Odisha FC Vs East Bengal FC

মঙ্গলবার ওড়িশার বিরুদ্ধে ISL-এর ম্যাচের পর ২৬ অক্টোবর থেকে AFC চ্যালেঞ্জ লিগে অভিযান শুরু হবে ইস্টবেঙ্গলের। আর তাঁর আগে তন্ময়ের চোট ভাবাচ্ছে দলের কোচ থেকে কর্তাদেরও। শুধু তন্ময়ই চোটগ্রস্ত নন, লাল হলুদের আরও কয়েকজন খেলোয়াড়ও কম, বেশি আঘাতপ্রাপ্ত। তাই প্রথম একাদশ সাজাতে যে রীতিমত কালঘাম ছুটবে লাল হলুদের নয়া কোচ অস্কারের, তা আরও বলার অপেক্ষা রাখে না।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

তন্ময়ের পরিবর্তে নাসিব রহমানকে দলে জায়গা দেওয়া হয়েছে। নাসিব ইস্টবেঙ্গলের হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচও খেলেছেন। তাঁর পারফরমেন্সও ছিল উল্লেখযোগ্য। কিন্তু অভিজ্ঞ প্লেয়ারের বদলে উঠতি নাসিবকে দলে সুযোগ দেওয়া এবং তাঁর থেকে ভালো পারফরমেন্স পাওয়া নিয়ে সংশয়ে রয়েছেন সকলে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥