নতুন মরসুমে কলকাতা লিগের এক গ্রুপে ইস্টবেঙ্গল-মোহনবাগান, কীভাবে হবে ডার্বি? জেনে নিন

Published:

East Bengal Mohun Bagan in Group A of Calcutta football League
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবারই হয়ে গেল ঘরোয়া লিগের (Calcutta Football League) গ্রুপ ভাগাভাগি। কলকাতা রোয়িং ক্লাবের এক অনুষ্ঠানে কলকাতা লিগের লটারি অনুষ্ঠিত হয়েছিল। আর সেখানেই এ গ্রুপে জায়গা পেয়েছে দুই ময়দান প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান।

অন্যদিকে শহরের আরেক ঐতিহ্যবাহী দল মহামেডান চলে গিয়েছে অন্য গ্রুপে। এদিন কলকাতা লিগের লটারি অনুষ্ঠান শুরুর আগে কলকাতার ওই ক্লাবে উপস্থিত হয়েছিলেন ভারতীয় ফুটবলের বহু দিগপল তারকা।

বি গ্রুপে মহামেডানের সাথে আরও এক পরিচিত

বুধবার কলকাতা লিগের লটারি অনুষ্ঠান পর্ব মিটতেই ইস্টবেঙ্গল ও মোহনবাগানের জায়গা হয়েছে এ গ্রুপে, অন্যদিকে বি গ্রুপে মহামেডানের সাথে জায়গা পেয়েছে আরও এক অতি পরিচিত ক্লাব ডায়মন্ড হারবার এফসি।

অনুষ্ঠানে উপস্থিত ছিল না একাধিক দল

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বুধবারের লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিল না মহামেডান, ডায়মন্ড হারবার এফসি, সুরুচি সংঘ, সার্দান সমিতি সহ বিএসএসের মতো দলের কোনও প্রতিনিধি। কিন্তু কেন? জানা যায়, গত মরসুমে লিগ চ্যাম্পিয়নশিপই ঘোষণা করা হয়নি, এদিকে নতুন মরসুমের সূচনা হয়ে যাচ্ছে, এমতাবস্থায় কীভাবে লটারি অনুষ্ঠানে যাওয়া যায়! এমন বক্তব্যকে সামনে রেখেই লটারি অনুষ্ঠানে যাননি দলগুলির প্রতিনিধিরা।

গ্রুপ এ-তে কোন কোন দল?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ গ্রুপের তালিকায় ইস্টবেঙ্গল ও মোহনবাগান ছাড়াও নাম রয়েছে মেসারার্স ক্লাব, কালীঘাট মিলন সংঘ, জর্জ টেলিগ্রাফ, ক্যালকাটা কাস্টমস, আর্মি রেড ও পুলিশ এসি ও পাঠচক্র ক্লাবের। হিসেব বলছে, সিকুয়েন্স অনুযায়ী সপ্তম রাউন্ডে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ অর্থাৎ ডার্বি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অবশ্যই পড়ুন: বোলার কেন ছয় মারবে? বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশি ক্রিকেটারকেই পেটালেন বিদেশি

বি গ্রুপে কারা?

প্রকাশিত তথ্য অনুযায়ী, মহামেডান ও ডায়মন্ড হারবার এফসি ছাড়াও বি গ্রুপে জায়গা হয়েছে, ভবানীপুর ক্লাব, ইউনাইটেড স্পোর্টস, ক্যালকাটা পুলিশ ক্লাব, উড়িয়া অ্যাথলেটিক ক্লাব, শ্রীভূমি এফসি, রেনবো অ্যাসোস, খিদিরপুর স্পোর্টিং, ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব, সার্দান সমিতি, পিয়ারলেস স্পোর্টস ক্লাব ও এরিয়ান ক্লাবের।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join