বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ডার্বিতে পরাজয় থেকে ইস্টবেঙ্গলের গৃহযুদ্ধের সূচনা। তার কোপে পড়ে প্রধান কোচ অস্কার ব্রুজোর সাথে মন কষাকষি নিয়েই লাল হলুদের গোলকিপার কোচের পদ ছেড়েছেন সন্দীপ নন্দী। সঙ্গে অস্কারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ এবং অভিযোগ উগড়ে দিয়েছেন তিনি। তবে সন্দীপ চলে যাওয়ায় ইস্টবেঙ্গলের গোলকিপার কোচের পদ এখন খালি। কে বসবেন সেই আসনে (East Bengal New Goalkeeper Coach)? সূত্রের খবর, যত দ্রুত সম্ভব সন্দীপের ছেড়ে যাওয়া আসনে নতুন মুখ বসাতে পারে ইমামির ম্যানেজমেন্ট।
কে হবেন ইস্টবেঙ্গলের পরবর্তী গোলকিপার কোচ?
কয়েকটি বিশ্বস্ত সূত্রের দাবি, সন্দীপ পদ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর কিছুটা হলেও চিন্তা বেড়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। তবে পুরনো কথা মনে না রেখে যত দ্রুত সম্ভব সেই আসনে নতুন কাউকে বসাতে চায় ইমামি। সেজন্য নাকি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে খোঁজ। এদিকে সামনেই সুপার কাপ। তার অনুশীলনও শুরু করে দিয়েছে লাল হলুদ। এরই মাঝে গোলকিপার কোচের পদ খালি হয়ে যাওয়াটা মশাল ব্রিগেডের জন্য যথেষ্ট উদ্বেগের বলা যায়।
তবে, সন্দীপের পর কে লাল হলুদের গোলকিপার কোচের দায়িত্ব পাবেন সেই সংক্রান্ত কোনও তথ্য জানা যায়নি। শোনা যাচ্ছে, যতদিন না পর্যন্ত সন্দীপের বিকল্প হিসেবে নতুন কোনও গোলকিপার কোচ না আসছেন, ততদিন দেবজিৎ মজুমদার, প্রভসুখনদের কোচিং করানোর দায়িত্ব থাকবে অস্কার ব্রুজোর কাঁধেই।
অবশ্যই পড়ুন: রেঞ্জে আসবে গোটা পাকিস্তান! ভারতের অস্ত্রাগারে ঢুকবে ৮০০ কিমি পাল্লার নতুন ব্রহ্মোস
উল্লেখ্য, সন্দীপ দল ছেড়ে বেরিয়ে যাওয়ার পর তাঁকে নিয়ে মুখ খুলেছেন লাল হলুদের ইনভেস্টার ইমামির কর্তা আদিত্য আগারওয়াল। তাঁর বক্তব্য, ‘সন্দীপের যে এতদিন সমস্যা হচ্ছিল, সেটা আগে কেন বলেনি?’ ইমামি কর্তা মনে করেন, নন্দীর চলে যাওয়া দলে কোনও রকম প্রভাব ফেলবে না। তাঁর কথায়, ‘আমাদের ফুটবলাররা মানসিকভাবে অনেক শক্তিশালী, সন্দীপের চলে যাওয়ার ঘটনা একেবারেই দলে প্রভাব ফেলবে না।’