প্র্যাকটিস নিয়ে সমস্যা শেষ! কোটি টাকা খরচ করে মাঠের চেহারা বদলে দিচ্ছে ইস্টবেঙ্গল

Published on:

East Bengal has big plans for the practice ground | East Bengal Practice Ground

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত বছরগুলিতে নানাভাবে অন্যান্যদের থেকে নিজেদের কিছুটা হলেও আলাদা করেছে ইস্টবেঙ্গল। আর সেই ধারাই অব্যাহত রাখতে চাইছে লাল হলুদ ক্লাব। শোনা যাচ্ছে, মাঠের গ্যালারিতে ভিআইপি বক্স, ক্যাফেটেরিয়া, এক্সিকিউটিভ লাউঞ্জ, দোতলা তাঁবুর মতো একাধিক অত্যাধুনিক ব্যবস্থার পর এবার খেলোয়াড়দের প্র্যাকটিস গ্রাউন্ড নিয়ে বিশেষ পদক্ষেপ নিয়েছে কলকাতা ময়দানের এই প্রধান।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আপাতত যা খবর, প্রথমবারের জন্য এবার ইস্টবেঙ্গল মাঠের র‍্যাম্পার্টে নিজেদের অ্যাস্ট্রো টার্ফ প্র্যাকটিস গ্রাউন্ড বানানোর কাজ শুরু করে দিয়েছে বাগান প্রতিবেশী। লাল হলুদ সূত্রে খবর, মূলত দলের ছেলেদের অনুশীলন সংক্রান্ত সমস্যা মেটাতে এমন পদক্ষেপ কলকাতার এই ঐতিহ্যবাহী ক্লাবের।

লন্ডন থেকে আনা হয়েছে অ্যাস্ট্রো টার্ফ

সম্প্রতি ইস্টবেঙ্গলের এক কর্তা দাবি করেছেন, খেলোয়াড়দের অনুশীলন সংক্রান্ত সমস্যা মেটাতে সুদূর লন্ডন থেকে নিয়ে আসা হয়েছে অত্যাধুনিক অ্যাস্ট্রো টার্ফ। আর সেই টার্ফ লাগানোর কাজ চলছে জোর কদমে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

খোঁজ নিয়ে জানা গেল, মাঠের পুরোটাই ঘিরে ফেলা হয়েছে লোহার জালে, সেই সাথে যাতে আগামী 10 বছর একেবারে নিশ্চিন্তে প্র্যাক্টিস করা যায় সেজন্য কোটি টাকা খরচ করে টার্ফ বসানোর কাজ দ্রুত শেষ করতে চাইছে ইস্টবেঙ্গল।

মিটবে সমস্যা

লাল হলুদ প্রাক্তনীদের একাংশ মনে করছেন, এই অত্যাধুনিক টার্ফ বসিয়ে অনুশীলনের জন্য মাঠ তৈরি হয়ে গেলে এরপর থেকে আর ঘনঘন প্রাক্টিসের জন্য সল্টলেকের অনুশীলন ময়দানে ছুটতে হবে না মশাল বাহিনীর ছেলেদের।

একই সাথে অনুশীলন সংক্রান্ত সমস্যাগুলিও একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বলেই মত লাল হলুদ প্রাক্তনীদের। মাঠে টার্ফ বসানোর ফলে আগামী দিনে আর বৃষ্টির কারণে হাঁটু সমান জলে অনুশীলনের চিন্তা থাকবে না!

অবশ্যই পড়ুন: নজরে এক দশকের পুরনো রেকর্ড! ইংল্যান্ডে ইতিহাস গড়বেন বৈভব সূর্যবংশী

উল্লেখ্য, মাঠ নিয়ে বিশেষ পদক্ষেপের পাশাপাশি খেলোয়াড় ও ক্রীড়া সাংবাদিকদের জন্য বিরাট সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল। গত বুধবার বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে প্রেসিডেন্টের এক বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে। আর সেই তহবিলের মোট 20 লক্ষ টাকা থেকে জরুরী পরিস্থিতিতে সাহায্য পাবেন অসুস্থ খেলোয়াড়রা। একই সাথে ক্রীড়া সাংবাদিক ও ইস্টবেঙ্গল মাঠের সাথে যুক্ত কর্মীদেরও প্রয়োজন মিটবে ওই তহবিল থেকেই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group