বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার মোহনবাগানের বুকে তীর নিক্ষেপ করে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। আর এদিনই কলকাতা লিগের বহু অপেক্ষিত ডার্বির নায়ক হয়ে উঠেছিলেন লাল হলুদের সায়ন ব্যানার্জি। ম্যাচ সেরা হওয়ার পরই তাঁর হাতে তুলে দেওয়া হয় আস্ত একখান ইলিশ। এবার সেই সায়নকে নিয়েই চিন্তা বাড়ল ইস্টবেঙ্গলের।
ডার্বি চলাকালীন প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণ শোনাতে গিয়ে আচমকা চোট পেয়েছিলেন লাল হলুদের সোনার ডিম পাড়া হাঁস সায়ন। জানা যাচ্ছে, গোড়ালি মচকে যাওয়ায় চোট বেশ গুরুতর! কাজেই মঙ্গলবার বিএসএসের ম্যাচে তিনি লাল হলুদকে সঙ্গ দিতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আর তাতেই কপালে চিন্তার ভাঁজ কোচ বিনো জর্জের।
মঙ্গলবারের ম্যাচে অনিশ্চিত সায়ন!
আগামী মঙ্গলবার পরবর্তী ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। এদিকে মোহনবাগানের বিরুদ্ধে গত ম্যাচে কল্যাণীর কাদামাখা মাঠে গোড়ালি মচকে চোট নিয়ে বসে রয়েছেন আসানসোলের সায়ন। সূত্রের খবর, ফুটবলারের গোড়ালির ফোলা ভাব এখনও কমেনি। কাজেই এমন অবস্থায় মঙ্গলবার তাঁকে মাঠে নামানোর ঝুঁকি নেবে না ম্যানেজমেন্ট। যদিও আজ অর্থাৎ সোমবার সায়ন ব্যানার্জিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ইস্টবেঙ্গলের।
স্ট্রাইকার সমস্যায় ভুগতে পারে ইস্টবেঙ্গল!
ডার্বিতে সায়নের চোট এমনিতেই চিন্তা বাড়িয়েছে ইস্টবেঙ্গলের। তার ওপর আবার শনিবারের ম্যাচে প্রথম গোলের পরই চোট পান লাল হলুদের অন্যতম ভরসা, জেসিন টিকে। কবে ঠিক হবেন তা এখনও স্পট নয়। এমতাবস্থায় অনেকেই মনে করছেন, মঙ্গলবারের ম্যাচে জেসিনকে শেষ পর্যন্ত যদি না পাওয়া যায় তবে স্ট্রাইকার সমস্যায় ভুগতে হবে মশাল ব্রিগেডকে।
অবশ্যই পড়ুন: বেন স্টোকসের সাথে কেন করমর্দন করেননি জাদেজা? জানিয়ে দিলেন শুভমন গিল
চিন্তার মাঝেও খুশির খবর মশাল শিবিরে
সায়ন এবং জেসিনের চোট নিয়ে চিন্তার মাঝেই খুশির হাওয়া ইস্টবেঙ্গল শিবিরে। জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ রবিবারই শহরে পা রেখেছেন মরক্কোর স্ট্রাইকার হামিদ আহদাদ। এদিন বিমানবন্দরে বিদেশিকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন লাল হলুদ সমর্থকরা। আগামী 6 আগস্ট ইস্টবেঙ্গলের পরবর্তী ডুরান্ড ম্যাচ নামধারী এফসির বিরুদ্ধে। মনে করা হচ্ছে তার আগেই, হামিদকে পুরোপুরি তৈরি করে ফেলবে লাল হলুদ। কাজেই, সব ঠিক থাকলে 6 আগস্টের ম্যাচে ইস্টবেঙ্গলকে সঙ্গ দেবেন তিনি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |