বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিবেশী মোহনবাগানের দেশি ফুটবলার সই করানোয়ে নিষেধাজ্ঞার মাঝে খেল দেখালো ইস্টবেঙ্গল(East Bengal)। পুরনো ভুল ত্রুটি শুধরে একেবারে পুরনো ছন্দে ফিরতে চাইছে লাল হলুদ। আর সেই কারণকে সামনে রেখে ইতিমধ্যেই দলের তাবড় ফুটবলার পিভি বিষ্ণুর সাথে চুক্তি বাড়িয়ে নিয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। এমতাবস্থায় বিষ্ণুর সাথে চুক্তি দীর্ঘায়িত করে ফের নয়া চাল দিল লাল হলুদ। শোনা যাচ্ছে, আসন্ন মরসুমের জন্য জাতীয় দলের উইঙ্গারকে সই করিয়ে নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল।
কাকে সই করালো ইস্টবেঙ্গল?
বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, আগামী মরসুমের জন্য ঘর গোছাতে একেবারে উঠেপড়ে লেগেছে লাল হলুদ। খোঁজ নিয়ে জানা গেল, বিষ্ণুর সাথে চুক্তি দীর্ঘায়িত করার আবহে এবার জাতীয় দলের তরুণ উইঙ্গার বিপিন সিংকে সই করিয়ে নিল লাল হলুদ। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী দু বছরের জন্য ইস্টবেঙ্গল শিবিরের হয়েই খেলবেন বিপিন। সেই মতোই হয়েছে চুক্তি।
জল্পনা বেড়েছিল আগেই
সাম্প্রতিক সময়ে জল্পনা বেড়েছিল, শীঘ্রই বিদেশি ফুটবলারদের ছাঁটাই করতে পারে ইস্টবেঙ্গল। আর সেই আবহেই উঠছিল নতুন নতুন দাপুটে ফুটবলারের প্রসঙ্গ। অনেকেই বলছিলেন, বেশ কয়েকজন দেশি ও বিদেশি ফুটবলারকে বেছে বেছে সই করিয়ে আসন্ন মরসুমের জন্য তৈরি করবে ইস্টবেঙ্গল। আর সেই তালিকায় নাম জুড়েছিল জাতীয় দলের উইঙ্গার বিপিন সিংয়ের।
এবার সেই জল্পনাকে সত্যি করে ভারতীয় ফুটবলারকে খাতায়-কলমে সই করিয়ে নিল কলকাতা ময়দানের এই প্রধান। জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ শুক্রবার মুম্বই সিটি এফসি থেকে বিপিন সিংকে সই করিয়ে দলে টেনেছে মশাল বাহিনীর কর্তারা।
অবশ্যই পড়ুন: কন্যাশ্রী কাপে ১৪ গোলে তাণ্ডব চালাল ইস্টবেঙ্গল! হ্যাটট্রিক ৩ দস্যি মেয়ের
শক্তি বাড়ল ইস্টবেঙ্গলের
গত সিজেনে রক্ষণযন্ত্রনা, উইং ও ফুল ব্যাক পজিশনের সমস্যা নিয়ে একেবারে হিমশিম অবস্থা হয়েছিল ইস্টবেঙ্গলের। এছাড়াও নানান ক্ষেত্রেই দলে দক্ষ ফুটবলারের অভাব বোধ করছিল লাল হলুদ। মনে করা হচ্ছে, মুম্বই সিটি এফসির হয়ে দীর্ঘদিন জাতের খেলা দেখানো বিপিন এবার লাল হলুদের চেহারা বদলে দেবেন। তাছাড়াও জাতীয় দলে দুর্দান্ত অভিজ্ঞতা রয়েছে তাঁর। পাশাপাশি গতিকে কাজে লাগিয়ে একের পর এক গোল করার ক্ষমতা রয়েছে বিপিনের। ফলত, সার্বিক ক্ষেত্রে বলাই যায়, বিপিনের সংযোজনে লাল হলুদের উইং সমস্যা এবার মিটতে চলেছে।