বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মরসুমে ভারতীয় ফুটবলে দাগ কাটতে পারেনি কলকাতা ময়দানের প্রধান দল ইস্টবেঙ্গল (East Bengal)। ফলত, ব্যর্থতার জালে জড়িয়ে ঘুরে দাঁড়ানোর আমরণ চেষ্টা করছিল লাল হলুদ, সেই মতো কোচ অস্কার ব্রুজো ও হেড অফ ফুটবল থাংবোই সিংটোর হাত ধরে বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে দলে নিতে চাইছিল মশাল ব্রিগেডের ম্যানেজমেন্ট।
এমতাবস্থায় বারংবার যাদের নাম উঠে আসছিল, তাঁরা হলেন, বসুন্ধরা কিংসের হয়ে খেলা ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েল ফেরেইরা ও সারবিয়ান ডিফেন্ডার ইভান মিদালিনোভিচ। এমন আবহে একে একে নতুন ফুটবলারদের সই করিয়ে নিচ্ছে ইমামি ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই জাতীয় দলের তুখড় ফুটবলার বিপিন সিংয়ের সাথে দু বছরের চুক্তি পাকা করে ফেলেছে ইলিশ প্রেমীদের দল। এবার সেই পথ ধরেই বাকি দুই বিদেশিকে নিয়ে সিদ্ধান্ত জানালো ইস্টবেঙ্গল।
ঘর গোছাতে কোমর বাঁধছে লাল হলুদ
গত ISL মরসুমে প্রতিবেশীর জোড়া সাফল্যের মাঝে নিজেদের মশালের আগুন বাড়ানোর কাজ করে যেতে হয়েছে ইস্টবেঙ্গলকে। একটা সময়ে, মশালের তেজ একেবারে কমে এসেছিল ঠিকই, তবে সুপার কাপের যাত্রায় ব্যর্থ হয়ে ধীরে ধীরে আসন্ন মরসুমের জন্য তৈরি হচ্ছে ঘায়েল হওয়া বাঘ। জানা যাচ্ছে, নতুন সিজনের জন্য ঘর গোছাতে কোচ অস্কারের পরামর্শে এবার নতুন ফুটবলারদের সই করাতে চলেছে লাল হলুদ।
এরই মধ্যে ম্যানেজমেন্টকে ফুটবলারদের তালিকা দিয়েছেন স্প্যানিশ কোচ অস্কার। সেই তালিকা অনুযায়ী ফুটবলারদের সাথে একে একে কথা বলছেন হেড অফ ফুটবল সিংটো। সূত্রের খবর, অস্কারের প্রাথমিক পছন্দের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন ফুটবলার। তাদের মধ্যে থেকেই একে একে বাছাইয়ের কাজ চলছে।
অবশ্যই পড়ুন: টেস্ট অধিনায়ক হতে রাজি নই! বোর্ডের কথায় সোজাসাপটা অস্বীকার বুমরাহর
দুই বিদেশির সাথে চুক্তি পাকা করল ইস্টবেঙ্গল
জানা যাচ্ছে, কোচ অস্কারের তালিকা থেকেই দুই তুখড় বিদেশি ফুটবলার ব্রাজিলিয়ান মিগুয়েল ও সার্বিয়ান ডিফেন্ডার ইভানকে নিশ্চিত করে ফেলেছেন সিংটো। সূত্র বলছে, ইতিমধ্যেই তাদের সাথে কথা হয়ে গিয়েছে বোর্ড কর্তাদের। সব দিক মাথায় রেখেই, এই দুই বিদেশিকে শুরুতেই নিশ্চিত করে ফেলে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে সব ঠিক থাকলে, আসন্ন মরসুমে ইভান ও মিগুয়েলকে লাল হলুদ জার্সিতে দেখা যাবে।