মোহনবাগানের সংসার ভাঙল ইস্টবেঙ্গল! লাল হলুদে চলে গেলেন একাধিক তারকা

Published:

East Bengal Signs Mohun Bagan Players CAB local cricket
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন মরসুমের জন্য রেজিস্ট্রেশন পর্ব শুরু করে দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। সেই মতোই, ঘর গোছানোর প্রস্তুতি তুঙ্গে প্রত্যেক শিবিরেই। আপাতত যা খবর, আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে দলবদল এবং ক্রিকেটারদের সই পর্ব। তারই মাঝে এবার মোহনবাগানের ঘর ভাঙল ইস্টবেঙ্গল (East Bengal Signs Mohun Bagan Players)। লাল হলুদে যোগ দিলেন একাধিক পরিচিত ক্রিকেটার।

মোহনবাগান ছেড়ে লাল হলুদে একাধিক পরিচিত ক্রিকেটার

শুক্রবার ক্রিকেটার রেজিস্ট্রেশন পর্বের পঞ্চম দিনে ক্লাব ক্রিকেটের বেশ কয়েকটি বড় নাম নিয়ে তৈরি হয়েছিল কৌতূহল। এদিন রাহুল প্রসাদের মতো ক্রিকেটার টাউন ক্লাবে যোগ দেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, গতকাল মোহনবাগান ছেড়ে সোজা ইস্টবেঙ্গলে যোগদান করেন দাপুটে ক্রিকেটার সুদীপ কুমার ঘরামী। শুধু তাই নয়, বাগান শিবির থেকে একে একে সৌরভ হালদার, আকাশ পাণ্ডেও লাল হলুদ শিবিরে নিজেদের নাম লিখিয়ে নিয়েছিলেন।

বলা বাহুল্য, মোহনবাগান ছাড়াও, কালীঘাট ক্লাব থেকে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন কৌশিক মাইতি এবং ঋতম পোড়েল। তাছাড়াও গত মরসুমে যেসব ক্রিকেটাররা ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন, তাঁদের মধ্যে অনেকেই ফের রেজিস্ট্রেশন করলেন ইস্টবেঙ্গলেই। তালিকায় নাম রয়েছে, সুমিত মোহান্ত, সৌরভ পাল, অয়ন ভট্টাচার্য, অগ্নিভ পান, কণিষ্ক শেঠ, সন্দীপন দাস, অরিন্দম ঘোষ, সুরজ সিন্ধু জয়সওয়াল, সত্যাকি দত্ত এবং ইমন দত্তদের।

মোহনবাগান ছেড়ে কালীঘাট, টাউন ক্লাবে যোগ দেওয়া প্লেয়ারদের তালিকা

শুধুই ইস্টবেঙ্গল নয়, এবার মোহনবাগানের ঘর ভাঙার সুযোগ হাতছাড়া করেনি কালীঘাটও। এদিন, বাগান শিবির ছেড়ে কালীঘাট ক্লাবে যোগ দিলেল রণজ্যোৎ সিংহ খইরা। এছাড়াও বাগান শিবির ছেড়ে টাউন ক্লাবে যোগ দেন, অঙ্কুর পাল, সচিন কুমার যাদব এবং অভিনীল ঘোষ।

 

আজ সি.এ.বি. তে ২০২৫ – ২৬ সিজিনের ইস্টবেঙ্গল ক্লাবের ক্রিকেট টিমের সই পর্ব সম্পন্ন হল I এর সাথেই ক্রিকেটারদের হাতে তুলে…

Posted by East Bengal Club on Friday, September 5, 2025

অবশ্যই পড়ুন: জাতীয় দলে ব্রাত্য! অবশেষে ইংল্যান্ডে খেলার সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার এই প্লেয়ারের

উল্লেখ্য, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হওয়া সিএবি-র রেজিস্ট্রেশন পর্ব চলবে 15 তারিখ পর্যন্ত। আর তার আগেই শুধুমাত্র শুক্রবার সব দল মিলিয়ে মোট 291 জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করালেন বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের খাতায়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join