বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ডুরান্ড ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ে ইস্টবেঙ্গলের মান রক্ষা করেছিলেন যিনি, তাঁকেই এবার দল থেকে বাদ পড়তে হচ্ছে। চির প্রতিদ্বন্দ্বী সবুজ মেরুনের বিপক্ষে 2-1 ব্যবধানে ইস্টবেঙ্গলের সেই জয় আজও মনের মনিকোঠায় গেঁথে রেখেছেন ভক্তরা।
আর এই সাফল্যের নেপথ্যের নায়ক যিনি, সেই দিমিত্রি দিয়ামানতাকোসের সাথেই হঠাৎ সম্পর্ক ছিন্ন হচ্ছে লাল হলুদের (East Bengal To Release Dimitrios)। সোমবার সে খবর, নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়ে দিয়েছে মশাল ব্রিগেড। পোস্টটিতে স্পষ্ট লেখা হয়েছে, দিমির সাথে মৌখিক বিচ্ছেদ হয়েছে ক্লাবের। আগামী দিনের জন্য তাঁকে শুভেচ্ছা।
পূর্ব ব্যর্থতাই কি কাল হল দিমির?
শেষবারের মতো কেরালা ব্লাস্টার্সের হয়ে দাপট দেখানোর পর বুক ভর্তি আশা নিয়ে ইস্টবেঙ্গলে পাড়ি জমিয়েছিলেন গ্রিক ফুটবলার দিমি। ইচ্ছে ছিল, মশাল বাহিনীতে ঢুকেই নিজেকে দর্শকদের সামনে মেলে ধরার, বাস্তবের মাটিতে পা রেখে তেমনটা করে দেখাতে পারেননি তিনি। লাল হলুদের হয়ে 32 ম্যাচে তাঁর সফল গোল ছিল 12টি। এছাড়াও অ্যাসিস্ট করেছেন মোট চারবার।
একটা সময়ে গিয়ে প্রাক্তন কোচ কার্লস কুয়াদ্রতের কৌশলের সাথে মানিয়ে নিতে পারছিলেন না এই গ্রিক ফুটবলার। যার কারণে বেশ কয়েকবার ইস্টবেঙ্গলের প্রথম একাদশে জায়গা করতে পারেননি তিনি। শেষ বারের মতো, মোহনবাগানের বিরুদ্ধে ডুরান্ড কাপের যে ম্যাচে জোড়া গোল করেছিলেন, সেখানেও লাল হলুদের প্রথম একাদশে রাখা হয়নি তাঁকে। যদিও পরবর্তীতে একটি পেনাল্টি আদায় করে গোল করেন তিনি। এছাড়াও দ্বিতীয় গোলটি আসে তাঁর বাঁ পায়ের জোরালো শটে।
অবশ্যই পড়ুন: ক্ষুদিরাম স্টেশনে জোরকদমে চলছে ক্রস ওভারের কাজ, কবে ভোগান্তি কমবে মেট্রো যাত্রীদের?
বাগানের বিরুদ্ধে লাল হলুদকে জেতানোর পরই বহু ইস্টবেঙ্গল সমর্থক আশা করেছিলেন, হয়তো পুরনো ব্যর্থতাকে ভুলে গিয়ে আরেকটা সিজনের জন্য দিমিকে রেখে দেবে মশাল বাহিনীর ম্যানেজমেন্ট। কিন্তু সে গুড়ে বালি! আসলে, ইস্টবেঙ্গল অনেক আগেই ঠিক করে নিয়েছিল গ্রিক ফুটবলারের ব্যর্থতাকে সামনে রেখে তাঁকে দল থেকে বাদ দেওয়া হবে। তবে সেই পথে বাঁধা হয়ে দাঁড়ায় মোটা অঙ্কের ক্ষতিপূরণ! আসলে, ইস্টবেঙ্গল যদি প্রথমেই দিমকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতো, সে ক্ষেত্রে ক্ষতিপূরণটাও পকেটের যন্ত্রণা বাড়াতো লাল হলুদ ম্যানেজমেন্টের। ফলে বাধ্য হয়েই তাঁকে কিছুটা সময় দলে জায়গা দিতে হয়েছিল লাল হলুদ কর্তাদের।
🚨 𝗨𝗣𝗗𝗔𝗧𝗘 🚨
Dimitrios Diamantakos and East Bengal FC have decided to part ways by mutual consent. We would like to thank Dimi 🇬🇷 for his services during his stint with the club. 🔴🟡
#ThankYouDimi
Posted by East Bengal FC on Monday, September 1, 2025
তাছাড়াও মোহনবাগানের বিরুদ্ধে ডুরান্ড কাপের ম্যাচে আগুনে ফর্ম দেখালেও পরের ম্যাচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারের বিপক্ষে নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি দিমি। আর সেই ব্যর্থতাকে সামনে রেখেই এবার গ্রিক ফুটবলারের সাথে সম্পর্ক ছিন্ন করল কলকাতা ময়দানের এই প্রধান। যদিও শোনা যাচ্ছে, বাবা হওয়ার পর আপাতত দেশেই থাকতে চাইছেন দিমি, তাই দলের সিদ্ধান্তে আপাতত দ্বিমত করলেন না শেষ কলকাতা ডার্বির নায়ক!
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |