শক্তিশালী বিদেশি নিয়েও ডেম্পোকে হারানো গেল না, সুপার কাপের শুরুতেই ধাক্কা খেল ইস্টবেঙ্গল

Published:

East Bengal Vs Dempo SC match result
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিদেশিহীন একটা দল, তারাই এবার কয়েক গুণ শক্তিশালী বিদেশি ফুটবলারদের নিয়ে খেলা ইস্টবেঙ্গলকে সুপার কাপের শুরুতেই আটকে দিল। ম্যাচের একেবারে শুরু থেকেই ইস্টবেঙ্গলকে পিছনে ফেলে রেখিছিল ডেম্পো। তবে পরবর্তীতে লড়াই করে এগিয়ে গিয়েও আটকে গেল অস্কার ব্রুজোর দল। শনিবার ম্যাচ শেষে ফলাফল 2-2।

সুপার কাপের শুরুতেই বড় ধাক্কা ইস্টবেঙ্গলের

ছোট দল ডেম্পো। তবে তাদের একেবারেই হালকাভাবে নেননি, প্রধান কোচ অস্কার। বুঝেশুনেই পাঁচ বিদেশি নিয়ে দল নামিয়েছিলেন তিনি। একদিকে সেন্টার ব্যাকে আনোয়ার আলি এবং কেভিন সিভিলেকে রেখে, মাঝমাঠে মহম্মদ রশিদ এবং সউল ক্রেসপোর মতো বড় মাপের খেলোয়াড়কে দায়িত্ব দিয়েছিল লাল হলুদ। তবে শুরুতেই ডাহা ফেল করলেন তারা।

শনিবার ম্যাচের শুরুটা একেবারে রাঙিয়ে দিয়েছিল ডেম্পো। ইস্টবেঙ্গলের ক্রমাগত আক্রমণ সত্ত্বেও তার মাঝেই সুযোগ বুঝে গোল করে বসে গোয়ার দলটি। এবারেও লাল হলুদ গোল খেলো দেবজিৎ মজুমদারের ভুলে। এদিন ফ্রি কিক থেকে বল ভেসে এসেছিল ইস্টবেঙ্গলের বক্সে। ঠিক তখনই দলকে বাঁচাতে বলে ঘুসি মেরে সেটি ক্লিয়ার করতে গিয়েছিলেন দেবজিৎ। তবে টাইমিং ঠিক না হওয়ায় বল গিয়ে পড়ে মহম্মদ আলির কাছে, এরপরই ফাঁকা গোল বক্সে আলতো করে বল ঠেলেই গোল করে দেন তিনি।

সর্বস্ব দিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলা সত্ত্বেও প্রতিপক্ষের কাছে গোল খেয়ে বোকা বনে যায় ইস্টবেঙ্গল। আর সেই সুযোগ নিয়েই আক্রমণ বাড়াতে থাকে ডেম্পো। এরপর ইস্টবেঙ্গলের তরফে বেশ কয়েকটি চেষ্টা সত্ত্বেও সেগুলি নস্যাৎ করে দিয়েছিলেন প্রতিপক্ষের গোলকিপার। ফলে প্রথমার্ধে গোলের বদলা নিতে পারেনি লাল হলুদ। তাই দ্বিতীয়ার্ধে ঝাঁপিয়ে পড়েই গোল করে ইস্টবেঙ্গলকে সমতায় নিয়ে আসেন মহেশ। এবার গোল করার সাথে সাথেই আক্রমণ বাড়িয়ে দেয় ইস্টবেঙ্গলও। প্রতিপক্ষও নিজেদের মতো করে লাল হলুদকে আটকানোর চেষ্টা করে। তারাও আক্রমণ করতে ছাড়ছিল না।

অবশ্যই পড়ুন: ‘ফের আসব কিনা জানি না!’ ভারতকে জিতিয়ে আবেগঘন বার্তা রোহিত শর্মার

এদিন, একেবারে আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়েই 57 মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন মিগুয়েল। আত্মবিশ্বাস পায় দলের বাকিরা। এদিকে পিছিয়ে থাকা ডেম্পো কিন্তু হাল ছাড়তে নারাজ। তারা একেবারে হন্যে হয়ে গোলের খোঁজ করতে থাকে। এর মাঝে নিজেদের পরিকল্পনায় বেশ কিছু বদল এনেছিল লাল হলুদ। তাতে কাজ দিতে পারতো যদি না ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পৌঁছে সুযোগের সদ্ব্যবহার করে ফেলতো প্রতিপক্ষ। বলাই বাহুল্য, ম্যাচ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে ইস্টবেঙ্গলের রক্ষণভাগকে কার্যত ভোকাট্টা করে দ্বিতীয় গোলটি করে দেয় ডেম্পোর জয়েশ রানে। সমতায় চলে আসে ম্যাচ। এরপর আর গোল পায়নি কেউই। যার জেরে সুপার কাপের প্রথমেই আটকে গেল লাল হলুদ।

টুর্নামেন্টের শুরুতেই ডেম্পোর বিরুদ্ধে জিততে না পারায় যথেষ্ট হতাশ ইস্টবেঙ্গল। কারণ গ্রুপ পর্ব থেকে মাত্র একটি দলই সেমিফাইনালে উঠবে। কাজেই, প্রথম ম্যাচে ড্র ইস্টবেঙ্গলের জন্য আদতেই বড়সড় ধাক্কা। এক্ষেত্রে বলে রাখি, মোহনবাগান যদি আজ চেন্নাইয়িনকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে ডেম্পোকেও পরাস্ত করে, তবে অনেকটা এগিয়ে থেকেই আগামী 31 অক্টোবর সুপার কাপের কলকাতা ডার্বিতে নামবে তারা। তাতে রক্তচাপ অনেকটাই বাড়বে মশাল ব্রিগেডের।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join