মেসির উপস্থিতিতেই কলকাতা ডার্বি! বিজয়ী দলকে নিজের হাতে পুরস্কার তুলে দেবেন লিও

Published:

East Bengal Vs Mohun Bagan Derby During Lionel Messi Kolkata Tour
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে আসছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। প্রথমেই কলকাতার মাটিতে পা রাখবেন তিনি। সেই খবরের পাশাপাশি আরও একটা খুশির খবর ভেসে এল সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, লিওর কলকাতা সফর (Lionel Messi Kolkata Tour) উপলক্ষ্যে একে অপরের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। গড়াবে কলকাতা ডার্বি। হ্যাঁ, দুই ময়দান প্রধানের একাদশের ম্যাচ উপভোগ করবেন মেসি। শুধু তাই নয়, জয়ী দলকে নিজের হাতে পুরস্কার তুলে দেবেন তিনি।

মেসির উপস্থিতিতে কলকাতা ডার্বি

দীর্ঘ 14 বছর পেরিয়ে ভারতে আসছেন আর্জেন্টাইন সুপারস্টার। ভারতীয় ফুটবলের নারী নক্ষত্র না জানলেও এদেশের ফুটবল সম্পর্কে খোঁজ খবর রাখেন তিনি। আর সেটা জানতে পারেন যার দরুণ তিনি বাংলার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। হ্যাঁ, শতদ্রু সাথে ভাল যোগাযোগ রয়েছে মেসির। এর আগে আর্জেন্টাইন মহাতারকার বাড়িতে গিয়ে তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন তিনি। আসলে তাঁর উদ্যোগেই দেশে পা পড়ছে লিওর। এবার সেই শতদ্রই মেসির উপস্থিতিতে কলকাতা ডার্বির কথা ঘোষণা করলেন।

সদ্য নিজের ফেসবুক হ্যান্ডেলে শতদ্রু লিখেছেন, ‘মেসিকে বলেছিলাম কলকাতা ডার্বির কথা। তাই কলকাতা ডার্বিকে আমার ছোট্ট ট্রিবিউট। আগামী 13 ডিসেম্বর, মোহনবাগান মেসি অল স্টার বনাম ইস্টবেঙ্গল মেসি অল স্টার… দুই দলেই থাকবে বহু বিদেশি ফুটবলার। দুই একাদশের সিরিয়াস ম্যাচ.. যে জিতবে সে পাবে মেসির হাত থেকে পুরস্কার। মেসি দেখবে মিনি ফ্রেন্ডলি ডার্বি। জয় বাংলা.. জয় হিন্দ…’ শতদ্রুর এই পোস্ট প্রকাশ্যে আসতেই আনন্দে আত্মহারা দুই ময়দান প্রদানের সমর্থকরা। আর যাই হোক, মেসির সামনে কলকাতা ডার্বি একেবারে ভাবাই যায় না!

East Bengal Vs Mohun Bagan Derby During Lionel Messi Kolkata Tour

অবশ্যই পড়ুন: ৮ নম্বরে নেমে ৯৪ রান, বিশ্ব ক্রিকেটে ইতিহাস! আরও একগুচ্ছ রেকর্ড রিচা ঘোষের ঝুলিতে

উল্লেখ্য, এবারে মেসির ভারত সফরের নাম রাখা হয়েছে ‘GOAT India Tour 2025।’ আর্জেন্টাইন মহাতারকার ভারতে আগমনের খবরে উন্মাদনা চরমে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গোট কনসার্টের টিকিট বিক্রি। Zomato District অ্যাপ থেকে কাটা যাচ্ছে কনসার্টের টিকিট। বলে দিই, টিকিটের দাম শুরু হচ্ছে 3,835 টাকা থেকে। এছাড়াও সর্বোচ্চ 14,750 টাকারও টিকিট রয়েছে। না বললেই নয়, আগামী 13 ডিসেম্বর যুবভারতীর অনুষ্ঠানে মেসির সাথেই উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়াও শোনা যাচ্ছে, একই মঞ্চে উপস্থিত থাকতে পারেন অমিতাভ বচ্চনও।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join