বিক্রম ব্যানার্জী, কলকাতা: IFA শিল্ডের ফাইনালে কলকাতা ডার্বি যেন ছিল ভাগ্য লিখন। তাই তো প্রথমে নামধারীকে 2-0 গোলে উড়িয়ে ইস্টবেঙ্গল ফাইনাল নিশ্চিত করার পর মোহনবাগানও তাদের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টসকে সমব্যবধানে হারিয়ে শিল্ড ফাইনালে লাল হলুদের মুখোমুখি হচ্ছে।
শিল্ডের কলকাতা ডার্বি, তাই উত্তেজনাটাও চরমে দুই ময়দান প্রধানের সমর্থকদের। এর আগে IFA সচিব অনির্বাণ দত্ত স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুজনেই যদি ফাইনালে ওঠে তবে বহুঅপেক্ষিত ডার্বি, গড়াবে যুবভারতী ক্রীড়াঙ্গনেই। আগামীকাল অর্থাৎ শনিবার সেই মতোই যুবভারতীই হচ্ছে দুই প্রধানের রণক্ষেত্র। কিন্তু কীভাবে সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসেই দেখা যাবে এই ম্যাচ? আদৌ কি নিখরচায় উপভোগ করা যাবে কলকাতা ডার্বি (East Bengal Vs Mohun Bagan Live Streaming)?
শনিবার যুবভারতীতে কখন শুরু হবে ম্যাচ?
ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের নির্ধারিত সূচি অনুযায়ী, এতদিন শিল্ডের গ্রুপ পর্বের ম্যাচগুলি গড়িয়েছে দুপুর আড়াইটে থেকে। তবে আগামীকাল অর্থাৎ শনিবার যেহেতু ফাইনাল, তাও আবার ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের তাই সুচি অনুযায়ী, কালকের ম্যাচ গড়াবে সন্ধ্যা সাড়ে সাতটায়। বাগান সমর্থকদের কাছে আগামীকালের ম্যাচ বদলা উসুলের ডার্বি। অন্যদিকে ইস্টবেঙ্গল চাইবে ডুরান্ড কাপের মতোই চাপে রেখে আরও একবার মোহনবাগানকে মাঠছাড়া করতে।
খেতাব জয়ের লক্ষ্য স্থির দুই প্রধানেরই
চলতি IFA শিল্ডে প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে ক্ষমতা জাহির করেছে কলকাতা ময়দানের দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। সেই সূত্রেই দুই বড় দলকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। এখন লক্ষ্য খেতাব জয়। আরও একটা IFA শিল্ড সাক্ষী থাকবে দুই ময়দান প্রধানের কলকাতা ডার্বির। বলাই বাহুল্য, আগামীকালের ডার্বিতে যদি ইস্টবেঙ্গল জেতে তবে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব 30তম শিল্ড চ্যাম্পিয়ন হবে। তবে যদি মোহনবাগান জিতে যায় সেক্ষেত্রে গোষ্ঠ পাল সরণিতে উঠবে 23তম খেতাব।
অবশ্যই পড়ুন: নেতৃত্ব হারানোর পর প্রথমবারের মতো গম্ভীরের মুখোমুখি রোহিত শর্মা
সম্পূর্ণ বিনামূল্যে কীভাবে দেখা যাবে শিল্ডের কলকাতা ডার্বি?
প্রথমেই বলে রাখি, আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হতে যাওয়া ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের বহু অপেক্ষিত কলকাতা ডার্বি উপভোগ করার জন্য ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছেন বহু ভক্ত। সেই তালিকায় যদি আপনার নাম না থাকে তবে বাড়িতে বসে অনলাইনে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে হবে। সে ক্ষেত্রে বলি, ইস্ট বনাম মোহনের শিল্ড ডার্বির লাইভ স্ট্রিমিং SSEN অ্যাপ এবং ওয়েবসাইট থেকে দেখা যাবে। তবে তা একেবারেই বিনামূল্যে নয়। হ্যাঁ, SSEN প্ল্যাটফর্মে দুই প্রধানের ম্যাচ দেখতে হলে কমপক্ষে 99 টাকা খরচ করতে হবে দর্শকদের।