পাঁচ ম্যাচের পাঁচটিতেই হারল ইস্টবেঙ্গল এফসি (East Bengal vs Mohun Bagan)। অস্কার ব্রুজন (Oscar Bruzon ) এসেও বদলাতে পারলেন না দলের ভাগ্য। তাঁর সামনে গোল করে গেলেন মোহনবাগান সুপার জায়ান্টের জেমি ম্যাকলারেন (Jamie McLaren), দিমিত্রি পেত্রাতস (Dimitri Petratos)। শনিবারের ডার্বি জিতে চলতি ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ক্রম তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল মোহনবাগান।
দাপটের সঙ্গে ইস্টবেঙ্গলকে হারল মোহনবাগান। দুই অর্ধে হল একটি করে মোট দু’টি গোল। বিরতির আগে বল জালে জড়িয়ে বাগানকে ম্যাচে এগিয়ে দিয়েছিলেন জেমি ম্যাক। ম্যাচের শেষ বাঁশি বাজার কিছু আগে পেনাল্টি থেকে গোল করলেন দ্বিতীয়ার্ধে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামা দিমিত্রি। খেলার ফলাফল মোহনবাগান সুপার জায়ান্ট ২-০ ইস্টবেঙ্গল এফসি।
পরপর চার ম্যাচে হেরে এদিন বড় ম্যাচ খেলতে নেমেছিল লাল হলুদ ব্রিগেড। দলের সঙ্গে ছিলেন নবনিযুক্ত হেড কোচ অস্কার ব্রুজন। সাইড লাইনের ধারে দাঁড়িয়ে দেখলেন তাঁর দলের করুণ দশা। আরও বড় ব্যবধানে জিততে পারতো মোহনবাগান। সুযোগ কাজে লাগাতে পারলে ম্যকলারেন নিজের নামের পাশে একাধিক গোল যুক্ত করতে পারতেন।
A WIN IN THE #KolkataDerby YET AGAIN FOR THE #Mariners! 🔥🔥🔥#EBFCMBSG #ISL #LetsFootball #EastBengalFC #MBSG | @JioCinema @Sports18 @eastbengal_fc @mohunbagansg pic.twitter.com/vSEZSE1VMG
— Indian Super League (@IndSuperLeague) October 19, 2024
আক্রমণ হোক কিংবা বলের দখল, ইস্টবেঙ্গলকে সব বিভাগে টেক্কা দিয়েছে মোহনবাগান। প্রত্যাশা মতো এসেছে জয়। পরিসংখ্যান অনুযায়ী ইস্টবেঙ্গল যেখানে মোট একটি শট টার্গেট রাখতে পেরেছে, মোহনবাগান ফুটবলাররা মোট সাতটি শট নিয়েছিলেন ‘অন টার্গেট’। যার মধ্যে থেকে দু’বার বল জালে জড়িয়েছে। কর্ণার আদায় করার দিক থেকেও ইস্টবেঙ্গলের থেকে অনেক এগিয়ে ছিল মোহনবাগান সুপার জায়ান্ট। যোগ্য দল হিসেবেই ডার্বি জিতল সবুজ মেরুন ব্রিগেড। পাঁচ ম্যাচ খেলে বাগানের প্রাপ্ত পয়েন্ট ১০। ইস্টবেঙ্গল পাঁচ ম্যাচ খেলে পায়নি কোনও পয়েন্ট। তেরো দলের লিগ তেরো নম্বরে লাল হলুদ ব্রিগেড।