দুই দশক পর IFA শিল্ড জয় মোহনবাগানের, টাইব্রেকারে উড়ল ইস্টবেঙ্গলের খুঁটি

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ মরসুমের আরও একটা ডার্বি দেখল যুবভারতী। শনিবারের মোহন বনাম ইস্টের লড়াইয়ে জিতল আক্রমণাত্মক ফুটবল। যদিও ম্যাচের ফলাফলে শেষ হাসি হাসলো মোহনবাগান। 90 মিনিটের খেলায় ড্র নিয়ে অতিরিক্ত সময়ে পৌঁছেছিল ম্যাচ (East Bengal Vs Mohun Bagan)। সেখানে সুরাহা না হওয়ায় শুরু হয়েছিল টাইব্রেকার। আর তাতেই নিজেদের ভাগ্য ফেরালো সবুজ মেরুন। প্রতিবেশীর জয়ে হ্যাটট্রিক হাতছাড়া হল ইস্টবেঙ্গলের।

এগিয়ে থেকেও জিততে পারল না ইস্টবেঙ্গল

গোল না করতে পারলে যে ম্যাচ জেতা সম্ভব নয় সেটা আরও একবার অনুভব করল ইস্টবেঙ্গল। শনিবার IFA শিল্ডের ফাইনালে যুবভারতীর মাঠে প্রথম থেকেই দাপট দেখাচ্ছিল লাল হলুদের ছেলেরা। যদিও শুরুর 10-15 মিনিট দুর্দান্ত খেলেছিল মোহনবাগানও। তবে সেসবের মধ্যেও নিজেদের জায়গা খুঁজে নিয়ে গোল করার আপ্রাণ চেষ্টা করে ইস্টবেঙ্গল। সেই সূত্রেই 35 মিনিটের মাথায় বাঁ প্রান্ত থেকে উঠে আসেন মহেশ। তাঁর দেওয়া পাসেই গোল করেন হামিদ আহদাদ। এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

প্রতিপক্ষের কাছ থেকে গোল পাওয়ার পর একেবারে হন্যে হয়ে গোলের খোঁজ করতে থাকে মোহনবাগান। এই সময়টা সবুজ মেরুনের রক্ষণভাগ বড্ড হালকা দেখাচ্ছিল। যদিও সেসবের মধ্যেই 45 মিনিট পেরিয়ে যায় প্রথমার্ধের খেলা। এরপর অতিরিক্ত 2 মিনিটের ম্যাচে জোরালো শট টানেন অপুইয়া তা থেকেই জালে বল না জড়ালেও গোল লাইন পার করায় ম্যাচে সমতায় ফেরে মোহনবাগান। বিরতি থেকে ফিরে এসে ঝাঁঝালো আক্রমণ শানায় দুই যুযুধান প্রতিপক্ষ। কিন্তু তাতেও গোলের দেখা পাচ্ছিল না কেউই। এর মাঝে জয় গুপ্তার সাথে বল দখলের লড়াইয়ে কপাল ফাটে সাহলের। বাগান ফুটবলারের চিকিৎসার জন্য বেশ কিছুক্ষণ বন্ধ ছিল খেলা।

পরবর্তীতে ফের ম্যাচ শুরু হলে আগের মতোই পূর্ণ শক্তি দিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ম্যাচ দেখে মনে হচ্ছিল খেলা শেষ পর্যন্ত ড্র হবে। এদিন দু’দলের আক্রমণাত্মক ফুটবল দেখে অনেকেই পুরনো দিনের ইস্টবেঙ্গল মোহনবাগানকে স্মরণ করছিলেন। এসব কিছুর মাঝেই পেরিয়ে যায় 90 মিনিট। বাগান ফুটবলারের চিকিৎসার জন্য সময় নষ্ট হয়েছিল, তাই অতিরিক্ত সময় হিসেবে যোগ হয় 4 মিনিট। সেই সময়ের মধ্যেও গোলের দেখা পায়নি কোনও দলই।

অবশ্যই পড়ুন: টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন ভারতীয় মহিলা ব্যাটার

90+4 মিনিটের খেলা শেষে ফয়সলা না হওয়ায় অতিরিক্ত সময়ের ম্যাচ খেলে দুই প্রতিদ্বন্দ্বী। সেখানেও একে অপরের বিরুদ্ধে সুযোগের সদ্ব্যবহার করে উঠতে পারছিল না ইস্ট, মোহন কেউই। একদিকে মোহনবাগান চাইছিল লাল হলুদকে আটকে রেখে গোল করে অতিরিক্ত সময়ের ম্যাচেই বেরিয়ে যেতে। তবে সেটা কিছুতেই হতে দেয়নি লাল হলুদ। নিজে গোল না করতে পারলেও প্রতিপক্ষকে গোল করতে দেয়নি তারা। ফলে আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে অতিরিক্ত সময়ের খেলা শেষ হলেও নির্ধারণ করা যায়নি ফাইনালের ফলাফল। যার জেরে বাধ্য হয়েই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখান থেকেই মেহতাব সিংয়ের দুর্দান্ত বলে 5-4 ব্যবধানে শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেল মোহনবাগান দুই দশক পর IFA শিল্ড জিতল মোহনবাগান)। এদিকে বাগানকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখার স্বপ্ন চুরমার হল অস্কারের ইস্টবেঙ্গলের।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join