সুপার কাপের ডার্বি গোলশূন্য, রক্ষণাত্মক ফুটবল খেলে তাও সেমিতে ইস্টবেঙ্গল

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পারলো না মোহনবাগান। ম্যাচে (East Bengal Vs Mohun Bagan) আটকে দিলেও গোল পার্থক্যের হিসেবে সুপার কাপের সেমিফাইনালে জায়গা করে নিল ইস্টবেঙ্গল। কাজে লাগলো পূর্বের সাফল্য। বলাই বাহুল্য, গত 28 তারিখের ম্যাচে, ইন্ডিয়ান সুপার লিগের দল চেন্নাইয়িন এফসিকে 4-0 গোলে উড়িয়েছিল অস্কার ব্রুজোর ছেলেরা। সেটাই কাজে লেগে গেল শুক্রবারের ডার্বি শেষে। আজকের ম্যাচ গোলশূন্য। তবে ড্র নিয়েই সেমিতে লাল হলুদ। অন্যদিকে গোলের নিরিখে পিছিয়ে থেকে বাদ পড়ল মোহনবাগান।

রক্ষণাত্মক ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল

আজকের ম্যাচ জিততে হতই মোহনবাগানকে। সেখান থেকে সবুজ মেরুনের খেলায় দেখা মিলল না ঝাঁঝালো আক্রমণের। শুক্রবার, এক স্ট্রাইকার নিয়ে খেলা শুরু করেছিল গঙ্গা পাড়ের দল। তবে সেই পরিকল্পনাকে রুখে দিয়েছে লাল হলুদের রক্ষণ। না বললেই নয়, গোটা ম্যাচ মোহনবাগানকে দাগই কাটতে দেয়নি মশাল ব্রিগেডের রক্ষণ। এদিকে, বারবার দুই প্রান্ত থেকে আক্রমণে যাচ্ছিল লাল হলুদ। আজ, ব্রাজিলের মিগুয়েল, প্যালেস্টাইনের মহম্মদ রশিদদের জান লাগিয়ে খেলতে দেখা গিয়েছে।

ঠিক অন্য প্রান্তে বল দখলের লড়াইয়ে ইস্টবেঙ্গলের পেছন পেছন থেকেই ডিফেন্স করছিল মোহনবাগান। তবে হোসে মোলিনার ছেলেদের ডিফেন্সে বারবার উঠে এসেছে ফাউলের প্রসঙ্গ। বাগান ফুটবলারদের নড়াচড়ায় বারবার আঘাত পেয়েছে ইস্টবেঙ্গলের ছেলেরা। তাতে বেশ কিছুটা সময় গিয়েছে খেলার। তবে সেসবের মধ্যেও খেলোয়াড় অদল বদল করে মাঝমাঠ কামড়ে পড়েছিল ইস্টবেঙ্গল। তাতে বাগান আক্রমণে এলেই তাদের বোতলবন্দি করে ছেড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী। প্রথমার্ধটা আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে চললেও দাপটের নিরিখে এগিয়েছিল ইস্টবেঙ্গলই।

অবশ্যই পড়ুন: ভারতীয় চাল বেশি দামে আমদানি করতে হচ্ছে দুবাই থেকে! পকেট ফাঁকা বাংলাদেশের

দ্বিতীয়ার্ধে পৌঁছে আক্রমণের ঝাঁজ বাড়ায় মোহনবাগান। তাতে যে তাদের লাভ হয়নি এমনটা বললে ভুল হবে। আক্রমণাত্মক ফুটবল খেলে বাকি 45 মিনিটে বেশ কয়েকবার লাল হলুদের বক্সে ঢোকার চেষ্টা করেছিল বাগান। যদিও তাতে কাজের কাজ হয়নি। এদিকে পরবর্তী সময়ের খেলায় বক্সের মাঝে অরক্ষিত অবস্থায় বল পেয়েছিলেন হামিদ। সামনে একা দাঁড়িয়ে বিশাল কাইত। সেই অবস্থায় চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেননি তিনি। এদিকে আচমকা একের পর এক বিদেশি নামাতে থাকেন মোলিনা। তারা অবশ্য ইস্টবেঙ্গলের দুর্গ ভাঙতে পারেননি।

ম্যাচ যত গড়াচ্ছিল, ইস্টবেঙ্গলের রক্ষণ যেন আরও মজবুত হয়ে উঠছিল। অস্কার বনাম মোলিনা দুই স্প্যানিশের মগজাস্ত্রের লড়াইয়ে বাগান কোচ কিছুটা পিছিয়েই ছিলেন বলে মনে করছে অভিজ্ঞ মহল। কারণ, আজকের খেলায় বিশেষত ডার্বিতে ইস্টবেঙ্গলের সামনে সে অর্থে রুখে দাঁড়াতে পারেনি গঙ্গা পাড়ের দল। তাই ম্যাচ শেষে গোলশূন্য ড্র দেখায় ওয়াকিবহাল মহলের অনেকেই বলছেন, আজকের ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে আটকে যাওয়র নেপথ্যে রয়েছে সবুজ মেরুনের কিছু ভুল স্ট্রাটেজি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join