বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ অপেক্ষা কাটিয়ে শুরু হচ্ছে সুপার কাপ। 16 দলের এই অতি পরিচিত টুর্নামেন্টে খেলবে 12টি ইন্ডিয়ান সুপার লিগের দল এবং চারটি আই লিগ দল। আগামী 25 অক্টোবর থেকে শুরু সুপার কাপের এ মরসুম। চলবে 22 নভেম্বর পর্যন্ত। এবছর সুপার কাপের একই গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান (এ গ্রুপ)। কাজেই গ্রুপ পর্বেই যে ডার্বি হচ্ছে সে কথা বলার অপেক্ষাই রাখে না। কিন্তু কবে সেই মহারণ (East Bengal Vs Mohun Bagan)?
সুপার কাপে প্রথম ডার্বি কবে?
সদ্য IFA শিল্ডের ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। তবে সেই ম্যাচের পরও ভাঙন ধরেছে লাল হলুদের ঘরে। টাইব্রেকারের পেনাল্টি শুট আউটে গোলকিপার সংক্রান্ত ভুল সিদ্ধান্তের কারণে প্রধান কোচ অস্কার ব্রুজোর সাথে মনোমালিন্য নিয়ে লাল হলুদ ছেড়েছেন প্রাক্তন গোলকিপার কোচ সন্দীপ নন্দী। তা নিয়ে অবশ্য গঙ্গা দিয়ে জল বয়ে গেছে অনেক। বড় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পরই প্রধান কোচকে নিয়ে বিস্ফোরক সব অভিযোগ উঠে আসছে সন্দীপের গলায়।
এদিকে, প্রাক্তন গোলকিপার কোচের বক্তব্য নিয়ে তোপ দেগেছেন ইস্টবেঙ্গলের ইনভেস্টার ইমামির কর্তা আদিত্য আগারওয়াল। তাঁর কথায়, ‘সন্দীপের যে সমস্যা হচ্ছিল, সেটা এতদিন কেন জানায়নি?’ ইনভেস্টার সংস্থার কর্তা মনে করেন, সন্দীপ দল থেকে বেরিয়ে যাওয়ায় ইস্টবেঙ্গলে খুব একটা প্রভাব পড়বে না। এক কথায়, ডার্বির পর এক প্রকার গৃহযুদ্ধ নিয়েই সুপার কাপে মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 31 অক্টোবর, শুক্রবার গোয়ায় গড়াবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের সুপার কাপের প্রথম ডার্বি। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে এই ম্যাচ।
বলাই বাহুল্য, শিল্ড ফাইনালে হেরে ডার্বি জয়ের হ্যাটট্রিক হাতছাড়া হয়েছে ইস্টবেঙ্গলের। সেই সাথে পরাজয় যন্ত্রনা নিয়ে চলতে হচ্ছে সমর্থকদেরও। কাজেই সুপার কাপের মঞ্চে লাল হলুদের লক্ষ্য থাকবে বদলা নেওয়া। অন্যদিকে মোহনবাগান চাইবে ইস্টবেঙ্গলকে উড়িয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে। এখন দেখার কার দিকে ঝোঁকে জয়ের পাল্লা।
অবশ্যই পড়ুন: ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল পদ পেলেন অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া
উল্লেখ্য, স্পোটস্টারের রিপোর্ট অনুযায়ী, চলতি বছর গোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া সুপার কাপের ম্যাচগুলির জন্য মূলত দুটি ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। যার মধ্যে প্রথমটি হল বাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়াম এবং দ্বিতীয়টি, মারগাওয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম। এছাড়াও বিকল্প হিসেবে তিলক ময়দানকে তালিকার অন্তর্ভুক্ত করা হতে পারে।