ইস্টবেঙ্গলের অনুশীলনে অনুপস্থিত আনোয়ার আলি, চোট? বাড়ল জল্পনা

Published on:

East bengal will take on mumbai city fc amid injury speculation

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্কার ব্রুঁজোর হাত ধরে ইস্টবেঙ্গলের (East Bengal FC) আকাশের ঘন কালো মেঘ অনেকটাই কেটেছে। জয়ে ফিরেছেন আনোয়ার আলিরা। তবে চলতি মাসে আরও জোরালো আক্রমণ শানাতে হবে গঙ্গা পাড়ের ছেলেদের। কেননা সোমবারই ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ মুম্বাই সিটি এফসি। আর সেই ম্যাচকে পাখির চোখ করেই প্রয়োজন পুরোদস্তুর অনুশীলন।

WhatsApp Community Join Now

তবে লাল হলুদের প্র্যাকটিসে আপাতত ভাটা পড়েছে। অনুশীলনে যোগ দিচ্ছেন না আনোয়াররা। নেপথ্যে চোট যন্ত্রণা? না। সূত্র বলছে, চোটের কারণে নয়, মূলত ক্লান্তিহীন ছন্দ ফিরে পেতেই আনোয়ার আলি, লালচুননুঙ্গাদের বিশ্রামে পাঠানো হচ্ছে। বর্তমানে ফিজিওর কাছে রিহ্যাবে রয়েছেন তাঁরা। ভরসার কাঁধ ছাড়াই চলছে ঘেরাটোপ অনুশীলন। মাঝে মধ্যেই মাঠে আসছেন মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী। তবে সবই হচ্ছে আড়ালে।

ইস্টবেঙ্গলের লক্ষ্য এখন মুম্বই ম্যাচের 3 পয়েন্ট

লাল হলুদদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কলকাতা ডার্বি। তবে তার আগে সোমবার মুম্বই সিটি এফসির ছেলেদের মুখোমুখি হতে হবে ব্রুঁজোর দলকে। আর সেই ম্যাচ ছিনিয়ে নিতে পারলেই পয়েন্ট তালিকায় যুক্ত হবে 3 নম্বর। বর্তমানে, 13 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে এগোচ্ছে লাল হলুদ। কাজেই খেলোয়াড়দের চোট আঘাত থেকে বাঁচিয়ে প্রথম ছয়ে ঢুকতে হলে মুম্বাই দলকে আগামী ম্যাচে হারাতেই হবে।

লক্ষ্য থাকবে ডার্বি ম্যাচ

মুম্বইকে নাস্তানাবুদ করে প্রাথমিক লক্ষ্য অর্থাৎ ডার্বিতে মনোনিবেশ করতে হবে গঙ্গা পাড়ের ছেলেদের। তাই সোমবারের ম্যাচ জেতার পাশাপাশি সম্পূর্ণ পয়েন্ট পকেটে পুরে ডার্বি যুদ্ধের জন্যও হোমওয়ার্ক সেরে রাখতে হবে। তবে পরশুর ম্যাচে লাল হলুদ সৈনিকদের পারফরমেন্স নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন কোচ ব্রুঁজো। কোন কৌশলে ভিন রাজ্যের ছেলেদের হারানো যাবে তা নিয়ে ইতিমধ্যেই বাড়তি ভাঁজ বেড়েছে লাল হলুদ কোচের কপালে।

রক্ষণভাগ আলগা হয়ে যেতে পারে ইস্টবেঙ্গলের?

3 লাল হলুদ ফুটবলারের চোট জল্পনার মাঝে আশার আলো দেখিয়েছেন হেক্টর ইউস্তে। সূত্রের খবর, এখন পুরোপুরি ফিট তিনি। ইতিমধ্যেই চোট এবং কার্ড সমস্যা কাটিয়ে মাঠে ফিরতে মরিয়া হেক্টর। তবে এসবের মাঝেই সিঁদুরে মেঘ দেখছে লাল হলুদ। মনে করা হচ্ছে, আনোয়ার আলি ও লালচুননুঙ্গাকে যদি আপাতত বিশ্রামে রাখা হয় সেক্ষেত্রে রক্ষণভাগ নিয়ে মাঝমাঠে ধুঁকতে পারে ইস্টবেঙ্গল। কাজেই 2 তারকার অনুপস্থিতির কথা মাথায় রেখেই রক্ষণ সাজাতে হবে লাল হলুদ ম্যানেজমেন্টকে। তবে স্বস্তির খবর, দলে অন্তর্ভুক্তি হয়েছে মার্কের। এদিকে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন নিশুকুমারও। তবে মহিদ তালালের বিকল্প নাম এখনও জানিয়ে উঠতে পারেনি ব্রুঁজোর দল। কাজেই মুম্বই ও ডার্বি ম্যাচকে সামনে রেখে এক প্রকার সংশয়ের দিন কাটাচ্ছে লাল হলুদ সমর্থকরাও।

সঙ্গে থাকুন ➥
X