মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের (Women’s T20 World Cup 2024) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছে ভারত (India vs Australia)। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ৯ রানে হারিয়েছে অস্ত্রেলিয়া ক্রিকেট টিম (IND W vs AUS W)। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এখনও দ্বিতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। অন্য দিকে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এই গ্রুপ থেকে আরও একটি দল সেমিফাইনালে যেতে পারবে। ভারত ছাড়াও এই দৌড়ে রয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড (Pakistan vs New Zealand)।
রান রেটের পার্থক্য খুব কম
‘এ’ গ্রুপের একমাত্র ম্যাচটি পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে। ভারত ও নিউজিল্যান্ডের নেট রান রেটের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। নিউজিল্যান্ডের থেকে মাত্র ০.৪ পয়েন্টে এগিয়ে ভারত। এমন পরিস্থিতিতে ভারতকে যদি পরের রাউন্ডে যেতে হয়, তাহলে নিউজিল্যান্ডকে তাদের শেষ ম্যাচটি হারতে হবে।
পাকিস্তান নিউজিল্যান্ডকে হারাতে পারলে সেমিফাইনালে ভারত
পাকিস্তান নিউজিল্যান্ডকে হারাতে পারলে সেমিফাইনালে পৌঁছে যাবে ভারত। এ ছাড়া অন্য কোনো সমীকরণ কাজ করবে না। এই মুহূর্তে ৩ ম্যাচে নিউজিল্যান্ডের পয়েন্ট ৪। এর আগে ভারতকে হারিয়েছিল নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়েছিল দলটি। নিউজিল্যান্ডের মরণ বাঁচন ম্যাচ এবার পাকিস্তানের বিপক্ষে। এই ম্যাচে জিতলেই সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেবে নিউজিল্যান্ড।
সমীকরণ খুব সহজ
এখন ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে নেট রান রেটের সমীকরণ খুব সহজ। সেমিফাইনালে ওঠার দৌড়ে পাকিস্তানও রয়েছে। কিন্তু তাদের নেট রান রেট -০.৪৮৮। ভারতের নেট রান রেটকে টপকে গেলে তবেই সেমিফাইনালে উঠবে দল। সে জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে। নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে এখনও পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে। এর মধ্যে পাকিস্তানের জয় ২টি, নিউজিল্যান্ড জিতেছে ৯টিতে।