সমস্যার কারণ ডিউকস বল, ম্যানচেস্টার টেস্টের আগেই পরীক্ষার সিদ্ধান্ত ECB-র

Published:

ECB makes big decision on Dukes ball ahead of India vs England 4th Test
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ডিউকস বল। বিগত দিনগুলিতে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট চলাকালীন বারবার বল পরিবর্তন করতে দেখা গিয়েছে আম্পায়ারদের। তাছাড়াও অনেক ক্ষেত্রেই ডিউকস বলের কারণে সমস্যার সম্মুখীন হতে হয়েছে খেলোয়াড়দেরও।

বেশিরভাগেরই দাবি, ভারত বনাম ইংল্যান্ড চলতি টেস্টে ব্যবহৃত ডিউকস বলগুলি 30 ওভারও টিকছে না। বিগত টেস্টগুলিতে ম্যাচ চলাকালীন ডিউকস বল নিয়ে একাধিকবার আম্পায়ারদের সাথে ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিলকে কথা বলতে দেখা যায়।

মোদ্দা কথা, লাল ডিউকস বল নিয়ে যথেষ্ট ঝক্কি পোহাতে হচ্ছে ভারত, ইংল্যান্ড দুদলের ক্রিকেটারদেরই। মূলত সেই কারণেই এবার ডিউকস বল নিয়ে বড়সড় সিদ্ধান্ত দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। রিপোর্ট অনুযায়ী, বেশ কয়েক ওভার বোলিং করার পর কেন ডিউকস বলগুলি জীর্ণ অবস্থায় পরিণত হচ্ছে তা খতিয়ে দেখতে এবার, প্রস্তুতকারক সংস্থাকে ফেরত পাঠানো প্রত্যেকটি বল পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছে ECB।

ব্যবহৃত লাল বলগুলি পরীক্ষা করে দেখবে সংস্থা

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে ভারত বনাম ইংল্যান্ডের বিগত তিন টেস্টে ব্যবহৃত লাল বলগুলি ফেরত পাঠানো হয়েছে প্রস্তুতকারক সংস্থার কাছে। ECB-র নির্দেশ অনুযায়ী, এবার সেই বলগুলি পরীক্ষা করে দেখবে ওই সংস্থা। বিশেষজ্ঞদের মতে, বলের গুণমান ঠিক না থাকার কারণেই 30 ওভারের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে বলগুলি। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়ছে ম্যাচে।

তাই ভারত বনাম ইংল্যান্ডের বাকি টেস্টগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বলগুলি পরীক্ষার পরই সিদ্ধান্ত নেবে ECB। এ প্রসঙ্গে ডিউকস বল প্রস্তুতকারক সংস্থার কর্ণধার দিলীপ জাজোদিয়া জানিয়েছেন, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে ডিউকস বলগুলি ফেরত পাঠানো হয়েছে। আমাদের বলা হয়েছে এই ব্যবহৃত বলগুলি পরীক্ষা করে দেখতে। আমরা অবশ্যই আমাদের সাধ্যমত চেষ্টা করব! প্রয়োজনে এতে কোনও পরিবর্তন আনা যায় কিনা সে বিষয় নিয়েও আলোচনা চলছে!

 

অবশ্যই পড়ুন: শুরু হল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস, কবে ভারত-পাকিস্তানের ম্যাচ? দেখুন সূচি

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পরাজয়ের পর সর্বশক্তি দিয়ে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া। পরবর্তী টেস্টেও সেই জয়ের ধারা অব্যাহত রাখতেই মাঠে নামে সাদা জার্সির স্বদেশীরা। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডের ভয়ঙ্কর বোলিং আক্রমণের সামনে মুখ থুবড়ে পড়তে হয় শুভমনদের।

যদিও শেষ পর্যন্ত ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে শেষ চেষ্টাটা করেছিলেন রবীন্দ্র জাদেজা। তবে তাতে লাভের লাভ হয়নি। 22 রানের ব্যবধানে জয় তুলে নেয় ইংল্যান্ড। তাই আপাতত টিম ইন্ডিয়ার লক্ষ্য, ম্যানচেস্টারের চতুর্থ টেস্টে নিজেদের ক্ষমতা জাহির করে লর্ডসের পরাজয় যন্ত্রণা ভুলিয়ে জয়ের সরণিতে ফেরা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join