কোহলিহীন ভারতের সাথে খেলতে লজ্জা পাচ্ছে ইংল্যান্ড!

Published on:

England team is embarrassed to play against India without Virat Kohli

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিনের বন্ধু তথা টিম ইন্ডিয়ায় সতীর্থ রোহিত শর্মার টেস্ট অধ্যায় শেষের কয়েক দিনের মধ্যেই একই পথে হেঁটেছেন ভারতীয় মহাতারকা বিরাট কোহলিও (Virat Kohli)। টেস্ট থেকে অবসর নিয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন কিং কোহলি। মূলত লাল বলের ফরম্যাট নিয়ে আবেগ তাড়িত হয়ে অতীত-বর্তমান সংমিশ্রণে স্মৃতি গেঁথে বিদায় নিয়েছেন রাজা বিরাট।

আর এরপরই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রাক্কালে দুই তারকাকে হারিয়ে বড় ধাক্কা পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দুই প্রধান মুখ, রোহিত-বিরাটকে ছাড়াই ইংল্যান্ডের মাটিতে লড়তে হবে টিম ইন্ডিয়াকে। এমতাবস্থায়, বিরাটহীন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে কার্যত লজ্জা পাচ্ছেন ইংলিশদের অধিনায়ক বেন স্টোকস। কোহলির অবসরের পরই আবেগে ভেসেই অভাবের কথা জানালেন তিনি।

বিরাটহীন ভারতের বিরুদ্ধে খেলতে লজ্জা পাচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক!

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই অবসর নিয়ে গোটা বিশ্বকে হালকা হলেও ধাক্কা দিয়েছেন বিরাট কোহলি। আর সেই খবর কানে যেতেই একপ্রকার নড়েচড়ে বসেছেন ইংলিশদের সেনাপতি বেন স্টোকসও। 22 গজের বন্ধু কোহলির টেস্ট অবসরের কথা শুনেই তাঁকে বার্তা পাঠিয়েছেন বেন। সম্প্রতি এক ভিডিও বার্তায় ইংল্যান্ডের অধিনায়ককে বলতে শোনা গিয়েছে, আমি কোহলিকে টেক্সট করেছিলাম। আমি তাঁকে বলেছিলাম ওর বিরুদ্ধে না খেলাটা আমাদের জন্য লজ্জার ব্যাপার।

বিরাটের বিরুদ্ধে খেলতে আমার খুবই ভাল লাগে। সব সময়েই প্রতিযোগিতাকে উপভোগ করে এসেছি আমরা। কেননা, মাঠে আমাদের মানসিকতা একটাই, সেটা হল যুদ্ধ। ইংল্যান্ড অধিনায়কের এমন মন্তব্যের পরই অনেকেই বলছেন, বিরাটকে ছাড়া ইংল্যান্ডে খেলতে যাওয়ার টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মাঠে নামতে লজ্জা পাচ্ছে ইংলিশরা!

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: BCCI নয়, ইডেনে IPL ফাইনাল না হওয়ার পিছনে হাত এই প্রভাবশালীর! প্রকাশ্যে এল নাম

বিরাটের প্রশংসায় পঞ্চমুখ স্টোকস

বন্ধু কোহলি টেস্ট থেকে অবসর নেওয়ায় ইংল্যান্ডের প্রধান সেনাপতি স্টোকস যে কিছুটা হলেও দুঃখ পেয়েছেন তা বোঝা গিয়েছে ইংলিশ মহারথীর কথাতেই। তবে আবেগ তাড়িত হলেও কোহলি প্রসঙ্গে প্রশংসার সুর তুলেছিলেন বেন। কোহলিকে নিয়ে প্রশংসার ঝড় তুলে স্টোকস বলেন, ও অসাধারণ। ভারত এবং ইংল্যান্ড দুই দলের সমর্থকরাই বিরাটের দারুণ প্রশংসা করে। সব ধরনের প্রশংসার যোগ্য বিরাট। ইংলিশদের বিপক্ষে সিরিজ শুরুর আগে বেনের এমন মন্তব্য শুনে বহু ক্রিকেট বিশেষজ্ঞ বলছেন, বিরাটহীন ভারতকে ততটাও প্রভাবশালী হিসেবে ভাবছে না ইংল্যান্ড!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥