ভারতের বিরুদ্ধে টেস্ট যুদ্ধের আগেই বিরাট ধাক্কা ইংল্যান্ড শিবিরে! আঙুল ভাঙল তারকা অলরাউন্ডারের

Published:

England star all-rounder injured ahead of Test series against India
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বিরাট ধাক্কা খেল প্রতিদ্বন্ধী ইংল্যান্ড (England)। জানা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলমান ওয়ানডে সিরিজে চোট পেয়েছেন ইংলিশদের তারকা অলরাউন্ডার জেমি ওভারটন। আর এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী ওয়ানডে ম্যাচ সহ আসন্ন টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন 31 বছর বয়সী এই তারকা ক্রিকেটার।

বিরাট ধাক্কা ইংল্যান্ড শিবিরে

আপাতত যা খবর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ডান হাতের কনিষ্ঠ আঙুল ভেঙে যায় ওভারটনের। যদিও যন্ত্রণা নিয়ে বেশ কিছুক্ষণ মাঠে লড়াই চালিয়ে গিয়েছিলেন তিনি, তবে শেষ পর্যন্ত অসহ্য যন্ত্রণার কাছে পরাজয় স্বীকার করে মাঠ ছাড়েন এই ইংলিশ তারকা।

বর্তমানে আঙুলে চোট থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আর চলতি ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না তিনি। তাছাড়াও আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ওই এক চোট নিয়েই বাদ পড়লেন ওভারটন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অর্থাৎ এজবাস্টনে ম্যাচ চলাকালীন হঠাৎই আঙুলের চোট পান ইংলিশদের অন্যতম ভরসা জেমি।

কীভাবে আঙুল ভাঙল জেমির?

বেশ কয়েকটি ক্রিকেট সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 238 রানে জয়ের ম্যাচে নিজের দ্বিতীয় বল করার পর কেসির জোরালো রিটার্ন ক্যাচ তালুবন্দি করতে গিয়ে আঙুল ভেঙে যায় ওভারটনের। যদিও যন্ত্রণা নিয়েই বেশ কিছুক্ষণ মাঠে থাকার পর অবশেষে ময়দান ছাড়েন জেমি।

ওভারটনের পারফরমেন্স

জানিয়ে রাখি, আঙুল ভাঙলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র 5.2 ওভারে 22 রান খরচ করে 3টি গুরুত্বপূর্ণ উইকেট তুলেছিলেন জেমি। যার কারণে জয়ের লক্ষ্য সহজ হয়েছিল ইংলিশ বাহিনীর। বলা বাহুল্য, ওভারের মাঝপথে চোট পেয়েও দুর্দান্ত ও কার্যকরী স্পেল উপহার দিয়েছিলেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার। তবে বর্তমানে চোটের কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি আসর থেকেই বাদ পড়লেন ওভারটন।

অবশ্যই পড়ুন: পুরনো দলের সাথে হয়েছে বিচ্ছেদ! সসম্মানে ইস্টবেঙ্গলে আসছেন বড় তারকা

উল্লেখ্য, আঙুলে চোট পাওয়ার আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টদশ সংস্করণ অর্থাৎ IPL 2025 সিজনে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ কাঁপিয়েছিলেন জেমি ওভারটন। মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাইয়ের জার্সি গায়ে ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার 3 ম্যাচে অংশ নিয়ে মাত্র 6 ওভার বল করার সুযোগ পেয়েছিলেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join