আফগানিস্তান কোন ছাড়, উগান্ডার থেকেও পিছিয়ে বাংলাদেশ! বলছে পরিসংখ্যান

Published on:

fe13c4f5 35df 4d8b 88af 59199182f331

কলকাতা: পাকিস্তান ক্রিকেট দলের দুর্দশা নিয়ে মাঝেমধ্যে আলোচনা হয়ে থাকে। বাংলাদেশ নিয়ে আলোচনা অনেক কম। কম হওয়ার অন্যতম কারণ, ক্রিকেট মাঠে এখন টাইগার বাহিনীর হুঙ্কার মিইয়ে যেতে শুরু করেছে। বিশেষ করে সীমিত ওভারের (T20) ক্রিকেটে। টেস্ট ক্রিকেট সিরিজে পাকিস্তানকে (Pakistan) হারিয়ে বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল বাংলাদেশ (Bangladesh) ক্রিকেট দল। অধিনায়ক নাজমুল শান্ত ভেবেছিলেন পাকিস্তানের পর ভারতে এসেও তাঁর দল ভাল কিছু করে দেখাতে পারবে।

বাস্তব বড় কঠিন

WhatsApp Community Join Now

বাস্তবে কী হয়েছে সেটার ফলাফল ক্রিকেট প্রেমীরা জানেন। বাংলাদেশকে একেবারে চুনকাম করে বাড়ি পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট দল। টেস্ট সিরিজ তো বটেই, টি২০ সিরিজেও ভারত সফরে একটিও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। কুড়ি বিশের ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট টিমের পারফর্ম্যান্স এতটাই খারাপ যে টাইগার বাহিনীর থেকে এখন এগিয়ে রয়েছে আফগানিস্তান, এমনকি উগান্ডা।

পরিসংখ্যান বলছে বাংলাদেশ পিছিয়ে রয়েছে

কোনো গালগল্প নয়, পরিসংখ্যান সেটাই বলছে। টি২০ ক্রিকেটে মোট ম্যাচ জয়ের নিরিখে ওপার বাংলার থেকে এগিয়ে আফগানিস্তান (Afghanista), আয়ারল্যান্ড (Ireland), উগান্ডা (Uganda)। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ ১৭৯টি কুড়ি ওভারের ম্যাচ খেলে জিতেছে মাত্র ৬৮টি ম্যাচে। তুলনায় আফগানিস্তান অনেক এগিয়ে, তারা জিতেছে ৮৪ টি ম্যাচে। ১৩৮টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলে মাত্র ৮৪টি ম্যাচ জিতেছে রশিদ খানের দেশ। আয়ারল্যান্ড ক্রিকেট দল ১৭১টির মধ্যে ৭২টি ম্যাচ।

বাংলাদেশের থেকে বেশি টি২০ ম্যাচ জিতেছে উগান্ডার ক্রিকেট টিম

বাংলাদেশকে আরও লজ্জায় ফেলেছে উগান্ডা। বাংলাদেশের থেকে দু’টি টি২০ ম্যাচ বেশি জিতেছে তারা। উগান্ডা এখনও ৯৫টি ম্যাচ খেলে জিতেছে ৭০টি ম্যাচ। বাংলাদেশ এখনও পর্যন্ত জিতেছে ৬৮ টি ম্যাচ। উগান্ডার রেকর্ড টপকাতে হলে এখনও অন্তত দুটো ম্যাচে তাদের জিততেই হবে।

সঙ্গে থাকুন ➥