‘হাজারটা কোচ এসেও কিছু করতে পারবে না’, ইস্টবেঙ্গলের ভরাডুবির কারণ দেখিয়ে দিলেন সঞ্জয় সেন

Published on:

east bengal durand cup

চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) এখনও জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। পয়েন্ট পাওয়া তো দূরের কথা, ছয়টা ম্যাচ খেলে সবকটাতেই হেরেছে দল। এরই মধ্যে ইস্টবেঙ্গলের সিনিয়র দলকে তিনজন পৃথক কোচ ম্যাচ খেলিয়েছেন। ফলাফল একই- পরাজয়। কার্লস কুয়াদ্রত (ইস্টবেঙ্গল এফসির প্রাক্তন কোচ), বিনো জর্জ (অন্তরবর্তীকালীন কোচ) হয়ে এখন অস্কার ব্রুজন (Oscar Bruzon), কেউই দলকে জয়ের সরণিতে ফেরাতে পারেননি। খাতায় কলমে লাল হলুদ কর্তারা দল তো ভালই গড়েছেন, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা কোথায় সেটাই দেখিয়ে দিলেন ময়দানের অভিজ্ঞ প্রশিক্ষক সঞ্জয় সেন (Sanjay Sen)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সাউল ক্রেসপোকে (Saul Crespo) নিয়ে প্রশ্ন তুললেন সঞ্জয় সেন

সঞ্জয় সেনের একটি ভিডিও সম্প্রতি কলকাতার ফুটবল প্রেমীদের মধ্যে খুব জনপ্রিয় হতে শুরু করেছে। এই ভিডিওতে সঞ্জয় স্পষ্ট কথাও বুঝিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল এফসির সমস্যা কোন জায়গায় রয়েছে। মোহনবাগানের প্রাক্তন কোচ সঞ্জয় সেন সরাসরি কাঠগড়ায় তুলেছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপোকে। এই বিদেশি ফুটবলারের আচরণ যে তিনি মোটেও পছন্দ করছেন না সেটা তাঁর বক্তব্যর মাধ্যমে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন।

সাউল সম্পর্কে কী বলেছেন সঞ্জয়?

সঞ্জয়ের কথায়, “সাউল ক্রেসপোর উদ্ধত আচরণ আমার একেবারেই পছন্দ হচ্ছে না। এই দলের কোচ হলে আমি আগে ওকে বাদ দিতাম। এখানে আমিত্বর কোনো জায়গা নেই। সবাইকে একটা দল হিসেবে খেলতে হবে। প্র্যাকটিস সেশনে ও ডেভিডের সঙ্গে ঝামেলা করেছিল, হাতাহাতি পর্যন্ত হয়েছিল। ফলে এই ধরনের ফুটবলারদের কোনো কোচ যখন প্রাধান্য দেয়, তখন একটা দলের যা হওয়ার সেটাই হচ্ছে। একজন ফুটবলার যত বড়ই হোক না কেন, একটা দলের তুলনায় সে বড় হতে পারে না।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে সাউল কোন যুক্তিতে পুরো নব্বই মিনিটে মাঠে ছিলেন সেটা নিয়েও সঞ্জয় প্রশ্ন তুলেছেন, “৯০ মিনিট কেন ওকে মাঠে রাখা হল, সেটা একমাত্র ইস্টবেঙ্গল কোচই বলতে পারবেন। ফলে এই ঘটনাগুলো যদি চলতে থাকে, তাহলে দলকে অবশ্যই ভুগতে হবে। হাজারটা কোচ এসেও কিছু করতে পারবে না। আর যে ফুটবলারদের মধ্যে আমিত্ব রয়েছে, তাদের বেছে বেছে বাদ দিতে হবে।”

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group