বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার মরুদেশে মেগা ফাইনাল। মুখোমুখি হবে ভারত বনাম নিউজিল্যান্ড (India Vs New Zealand)। গ্রুপ পর্বের শেষ ম্যাচে টিম ইন্ডিয়ার কাছে পরাস্ত হয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করা কিউইরা চাইবে যেকোনও প্রকারে রোহিত শর্মাদের হারাতে। একইভাবে ভারতের ছেলেদের লক্ষ্য থাকবে ফের কিউই বধ করে 2019 সালের বিশ্বকাপ সেমিফাইনালের পুরনো হিসেব মিটিয়ে ট্রফি কাঁধে তুলতে। সূত্র বলছে, সেই লক্ষ্যকে সামনে রেখে মিনি বিশ্বকাপের প্রধান মঞ্চে জাতীয় দলে বড়সড় বদল আনতে চলেছেন শর্মারা। বাদ পড়তে পারেন অভিজ্ঞ তারকা।
টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস তুঙ্গে
চ্যাম্পিয়নস ট্রফির চলতি আসরে ধারাবাহিক জয়ের পর সেমিফাইনালের মঞ্চে অজিদের পরাস্ত করে তুমুল শক্তি সঞ্চয় করেছে রোহিতের ভারত। দলের ছেলেদের গোছানো ক্রিকেট ও অনবদ্য পারফরমেন্সকে হাতিয়ার করে শক্তিশালী দলগুলিকে মাঠে মেরেছে টিম ইন্ডিয়া। এবার লক্ষ্য ফাইনাল দখল। আর সেই গন্তব্য বুকে বেধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বধ হওয়া কিউইদের মুুষরে দেবে মেন ইন ব্লু। সেক্ষেত্রে বলাই যায়, গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল সব ম্যাচে ধারাবাহিক সাফল্যের পর রোহিত শর্মাদের আত্মবিশ্বাস একপ্রকার তুঙ্গে রয়েছে।
বাদ পড়বেন অভিজ্ঞ খেলোয়াড়!
বেশকিছু রিপোর্ট মারফত খবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়নস ট্রফির মেগা ফাইনালে ভারতীয় দলে এন্ট্রি হতে পারে তরুণ তারকার। আর সেই সূত্র ধরেই, দল থেকে বাদ পড়বেন অভিজ্ঞ খেলোয়াড় তথা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। শোনা যাচ্ছে, চলতি মরসুমে একের পর এক উইকেট নিয়ে ভাল ছন্দে রয়েছেন জাদেজা।
তবে ফাইনালের মঞ্চে সম্ভবত তাঁকে বিশ্রামে পাঠাতে পারে বোর্ড। অভিজ্ঞ ভারতীয় তারকার বিকল্প হিসেবে বেঞ্চে বসে থাকা ওয়াশিংটন সুন্দরকে মাঠে টানবে ম্যানেজমেন্ট, এমনটাই দাবি করছে প্রকাশ্যে আসা বেশ কিছু সংবাদ প্রতিবেদন।
ওপেনিং করবেন কারা?
খোঁজ নিয়ে জানা গেল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল নিয়ে স্বল্প চিন্তা কাজ করলেও কিউইদের বিপক্ষে আত্মবিশ্বাসী ভারতীয় দল। মনে করা হচ্ছে সেই কারণেই, রবিবারের হাই ভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টপ অর্ডারে কোনও রকম বদল আসবে না। অর্থাৎ আগামীকাল ফাইনালের আসরে ভারতের হয়ে ওপেনিং করছেন রোহিত শর্মা এবং শুভমন গিল। বল বাহুল্য, এখনও পর্যন্ত যা খবর, জাদেজা ছাড়া ফাইনালের একাদশে সেভাবে কোনও বদল আসবে না।
ফাইনালে খেলবেন হার্দিক?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিং দুই সময়েই ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে পায়ের সমস্যায় ভুগতে দেখা গিয়েছিল। যার কারণে ফাইনালে খেলোয়াড়ের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। আশঙ্কা ছিল তিনি হয়তো নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে খেলতে পারবেন না। তবে সদ্য সামনে আসা বেশ কিছু রিপোর্ট বলছে, আগামীকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে পারেন পান্ডিয়া। মনে করা হচ্ছে, মূলত হার্দিক ও মহম্মদ শামির হাতেই থাকবে রবিবারের পেস বিভাগের দায়িত্ব।
অবশ্যই পড়ুন: ধন্যবাদ জানিয়েই শিক্ষা দেবেন ট্রাম্প, হবে বড় ঘোষণা! যা ভাবতেও পারেনি পাকিস্তান
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা(অধিনায়ক), শুভমন গিল(সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার,
কে এল রাহুল(উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও বরুণ চক্রবর্তী
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |