এশিয়া কাপে নামার আগেই নকভির সাথে হাত মিলিয়ে বিতর্কে সূর্যকুমার যাদব!

Published:

Fans React To Suryakumar for shaking hand with Mohsin Naqvi
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপের প্রথম আসরে হংকং বধ করে ক্ষমতা জাহির করেছে আফগানিস্তান। তবে এর আগে অর্থাৎ ঐতিহ্যবাহী টুর্নামেন্টের শুরুর দিনে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন 8 দলের অধিনায়ক। সেখানেই, পাকিস্তানের মন্ত্রী তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির সাথে হাত মিলিয়ে বিতর্কে জড়ালেন ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।

কেন নকভির সাথে হাত মেলান সূর্যকুমার যাদব?

মঙ্গলবার টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দলগুলির অধিনায়কদের সাংবাদিকদের মুখোমুখি হতে হয়েছিল। সেখানেই ভারতের অধিনায়ক সূর্যর পাশাপাশিই বসেছিলেন পাক অধিনায়ক সলমান আলি আঘা। যদিও এদিন, পাকিস্তানি অধিনায়কের সাথে কোনওরকম কথা বলতে দেখা যায়নি সূর্যকে। তবে বিতর্ক বাড়াল অন্য এক ঘটনা। এদিন, সাংবাদিক সম্মেলনের মাঝেই হঠাৎ পাক মন্ত্রী তথা ACC চেয়ারম্যান মহসিন নকভির সাথে হাত মেলান সূর্যকুমার। আর তাতেই ব্যাপক ক্ষুব্ধ সমর্থকরা (Fans React To Suryakumar)।

প্রশ্ন উঠছে, কেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পাকিস্তানি চেয়ারম্যানের সাথে করমর্দন করলেন সূর্য? আপাতত যা খবর, মূলত সৌজন্যতা বোধ থেকেই নকভির সাথে হাত মিলিয়ে ছিলেন ভারতীয় অধিনায়ক। যদিও গোটা বিষয়টি একেবারেই ভাল চোখে দেখছে না ভারতীয় দলের ভক্ত সমর্থকরা। তাদের একটা বড় অংশ ইতিমধ্যেই সূর্যকুমারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন।

অবশ্যই পড়ুন: নেপালের পশুপতিনাথ মন্দিরে ভাঙচুর বিক্ষুব্ধ জনতার! ভাইরাল ভিডিও

সূর্য কুমারের উপর ক্ষুব্ধ ভক্তরা

অংশগ্রহণকারী দলের অধিনায়কদের সাংবাদিক সম্মেলনের মাঝে হঠাৎ পাকিস্তানি মন্ত্রী ওরফে ACC চেয়ারম্যানের সাথে সূর্যকুমারের করমর্দনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ছি ছি করতে শুরু করেছেন ভক্তরা! ভারতীয় সমর্থকদের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়ায় সূর্যকুমারের উপর নিজেদের ক্ষোভের আগুন ঝাড়লেন।

মহসিন নকভির সাথে সূর্যর করমর্দনের ঘটনাটিকে সামনে রেখে সমাজ মাধ্যমে মেজর পবন কুমার লিখেছেন, আমাদের ক্রিকেটারদের আসল চরিত্র! পাকিস্তান স্পনসর সন্ত্রাসীরা আমাদের দুই সাহসীকে হত্যা করেছে এবং বিসিসিআই অধিনায়ক যখন পিসিবি সভাপতি মহসিন নকভির সাথে দেখা করছিলেন তখন তার মুখে হাসি ফুটেছিল। এই মহসিন নকভিই ভারত মাথার উপর পারমাণবিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। যদি এটি ক্রীড়া কূটনীতি হয়, তবে অবশ্যই এটি চার্লি কূটনীতি। সব মিলিয়ে, পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের মঞ্চে নামার আগেই নিজের কর্মকাণ্ডের জন্য ব্যাপক সমালোচিত হচ্ছেন স্কাই।

 

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join