বিক্রম ব্যানার্জী, কলকাতা: মোহনবাগানের এখন ছাড়া হাত-পা! ট্রান্সফার উইন্ডো খুলতেই এলো সুখবর। সবুজ মেরুনের (Mohun Bagan) ওপর থেকে কড়া নিষেধাজ্ঞা সরিয়ে নিল ফিফা। উঠে গেল ট্রান্সফার ব্যানের অভিশাপ। কাজেই নতুন মরসুম শুরুর আগেই যা করতে চায় ঠিক তেমনটাই পরিকল্পনামাফিক করতে পারবে বাগান! এর অর্থ, জাতীয় স্তরের ফুটবলার সই করাতে আর কোনও দ্বিতীয় চিন্তা করতে হবে না সবুজ মেরুন শিবিরকে।
কেন শাস্তি পেয়েছিল মোহনবাগান?
জানা যায়, গত মরসুমে এ লিগের অতি পরিচিত ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে অজি বিশ্বকাপার জেসন কামিন্সকে সই করিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সূত্রের খবর, কামিন্সকে সই করিয়ে নেওয়ার পাশাপাশি ট্রান্সফার ফিয়ের পুরো অর্থ পরিশোধ করলেও কামিন্সের পুরনো দল মেরিনার্সের প্রশিক্ষণ সংক্রান্ত কিছু টাকা মেটাতে সমস্যায় পড়ে গিয়েছিল সবুজ মেরুন।
জানা যায়, একেবারে শুরু থেকে প্রশিক্ষণ সংক্রান্ত ওই অর্থ মিটিয়ে দিতে একেবারে সাধ্যমত চেষ্টা করেছিল মোহনবাগান। তবে খোঁজ নিয়ে জানা গেল, বেশ কিছু প্রযুক্তিগত কারণে বকেয়া অর্থ মেটানোর কাজটা নির্ধারিত সময়ের মধ্যে করা যায়নি। ফলত, সে কারণেই মোহনবাগানের ওপর কড়া হয় ফিফা। আর সেই থেকেই, দেশীয় ফুটবলার সই করানোয়ে নিষেধাজ্ঞা পায় সবুজ মেরুন। তবে এবার সেই নিষেধাজ্ঞা কাটিয়ে উঠেছে গঙ্গা পাড়ের দল।
অবশ্যই পড়ুন: মার্কিন সংস্থার কাছে বিক্রি হল সাউথ সিটি মল, কত হাজার কোটিতে?
নতুন ফুটবলার সই করাতে একেবারে ঝাঁপিয়ে পড়বে বাগান
সদ্য খুলেছে ফিফার ট্রান্সফার উইন্ডো। একই সাথে ফুটবলার সই করানোতে নিষেধাজ্ঞাও অতীত হয়েছে মোহনবাগানের। এমতাবস্থায়, প্রতিবেশী ইস্টবেঙ্গলের দল গোছানোর আবহে নীরব থাকা বাগান এবার নতুন ফুটবলারদের সই করাতে একপ্রকার ঝাঁপিয়ে পড়বে।
বলে রাখি, ইতিমধ্যেই বাগানের তারকা ফুটবলার আশিক ক্রুনিয়নকে নিয়ে তৈরি হয়েছে সমস্যা! শোনা যাচ্ছে, বাগানের সাথে মনোমালিন্য ও বেশ কিছু সমস্যার কারণে সবুজ মেরুন শিবির ছেড়ে বেঙ্গালুরু এফসিতে যেতে চলেছেন আশিক। আর সেই আবহেই একেবারে যোগ্য বিকল্প খুঁজে রাখতে চাইছে কলকাতা ময়দানের এই প্রধান।