বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ইন্ডিয়ান সুপার লিগ মরসুমে দ্বিমুকুট জিতে আসন্ন মরসুমের জন্য ঘর গোছানোর প্রস্তুতি নিচ্ছিল মোহনবাগান (Mohun Bagan), আর সেই আবহেই গত 5 মে সবুজ মেরুনের ওপর কঠোর হয় FIFA। মূলত আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের তরফে বাগানকে ট্রান্সফার ব্যানের শাস্তি দেওয়া হয়েছিল। যার জেরে আপাতত দেশের কোনও ফুটবলারকে সই করাতে পারছে না গঙ্গা পাড়ের ক্লাব।
এমতাবস্থায় শোনা যাচ্ছে খুশির খবর। বেশ কয়েকটি সূত্র বলছে, শীঘ্রই বাগানের ওপর থেকে কড়া নিষেধাজ্ঞা তুলে নিতে পারে FIFA। যা খবর, আর কয়েক দিনের মধ্যেই মোহনবাগানের ওপর থেকে ট্রান্সফার নির্বাসন সরিয়ে নেওয়া হবে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের তরফে। সেই মতোই নাকি যাবতীয় কাজকর্ম সেরে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট।
কাগজপত্র জমা করেছে বাগান
মোহনবাগান ম্যানেজমেন্ট সূত্রে যা খবর, ইতিমধ্যেই ট্রান্সফার ব্যানের শাস্তি থেকে রেহাই পেতে FIFA-র কাছে যাবতীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে সবুজ মেরুনের তরফে। বেশ কিছু সূত্র দাবি করছে, বাগানের সাথে পুরনো সমস্যা মিটিয়ে খুব শীঘ্রই নিষেধাজ্ঞা তুলে নেবে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন।
খোঁজ নিয়ে জানা গেল, বাগানের আবেদন অনুযায়ী আর কিছুদিনের মধ্যেই জুডিশিয়াল বডিস বৈঠক ডাকবে বিশ্ব ফুটবল পরিচালন সংস্থা। সেই সূত্র ধরেই সবুজ মেরুন ম্যানেজমেন্ট আশা করছে, ফুটবলার সই করানোর নিষেধাজ্ঞা ওঠা এখন সময়ের অপেক্ষা।
হাতে এখন অঢেল সময় মোহনবাগানের
বেশ কিছু রিপোর্ট যা জানাচ্ছে, ট্রান্সফার উইন্ডো খুলতে খুলতে আসন্ন জুন মাসের 9 তারিখ। ফলত, হাতে এখনও বেশ খানিকটা সময় রয়েছে মোহনবাগানের। আর সেই সূত্রেই, তুখড় ফুটবলারদের বেছে বেছে দলে টানার প্রস্তুতি সেরে নিচ্ছে সবুজ মেরুন। ইতিমধ্যেই নাকি জাতীয় দলের হয়ে খেলা মেহতাব সিং সহ আরও কয়েকজন ফুটবলারের সাথে কথাবার্তা পাকা করে রেখেছে এই ময়দান প্রধান।
অবশ্যই পড়ুন: খরচ আকাশ ছোঁয়া! ভারতের দেখাদেখি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা বাংলাদেশে
কেন মোহনবাগানের ওপর কঠোর হয়েছিল FIFA?
জানা যায়, মোহনবাগানের ওপর আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের কঠোর নিষেধাজ্ঞার কারণ আসলে অজি বিশ্বকাপার জেসন কামিংস! না, তাঁর জন্য কঠিন পরিস্থিতিতে পড়তে হয়নি বাগানকে। আসলে বিষয়টা হল মোহনবাগান যখন পুরনো ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে অস্ট্রেলিয়ান ফুটবলারকে কিনেছিল, সেই সময়ে ট্রেনিং কম্পেনসেশন হিসেবে ট্রান্সফার ফি-র 13 শতাংশ অর্থাৎ 13 লক্ষ টাকা বাকি ছিল বাগানের, অর্থাৎ বাগানের তরফ থেকে এই অর্থ পায়নি পুরনো দল কোস্ট মেরিনার্স।
যার ফলে শেষ পর্যন্ত মোহনবাগানকে কঠিন শাস্তি দেয় FIFA। যদিও বাগান ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, এর আগে বহুবার কোন উপায়ে কম্পেনসেশন মেটানো যায় তা নিয়ে FIFA-র সাথে কথা বলতে চেয়েছেন তারা, তবে নাকি আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের তরফে প্রথম থেকেই কোনও সাড়া মেলেনি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |