PSL শুরুর আগেই খেলোয়াড়দের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুখ পুড়ল পাকিস্তানের!

Published:

Fire breaks out at cricketers' hotel before Pakistan Super League starts
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) উদ্বোধনী ম্যাচের আগেই খেলোয়াড়দের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রের খবর, শুক্রবার PSL উদ্বোধনী ম্যাচের দিন ইসলামাবাদের নামি হোটেল সেরানায় হাড় কাঁপানো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, সেই সময় হোটেলেই ছিলেন PSL দলগুলির ক্রিকেটার ও ম্যানেজমেন্ট কর্তারা।

কীভাবে লাগলো আগুন?

ইসলামাবাদের সেরেনা হোটেলের একেবারে ওপরের তলায় অগ্নিকাণ্ডের দৃশ্য ইতিমধ্যেই চাক্ষুষ করেছেন অনেকেই। প্রশ্ন উঠছে, খেলোয়াড়দের উপস্থিতি জেনেও কেন অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হল না হোটেলে? কর্তৃপক্ষের নজরদারি সত্ত্বেও কীভাবে লাগলো আগুন?

অনেকেই, PSL খেলোয়াড়দের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনাকে মূলত সন্ত্রাসবাদি হামলা বলেই দাগিয়ে দিচ্ছেন। তবে সূত্রের খবর, হোটেলের কুলিং সিস্টেম থেকেই আগুন ছড়িয়ে পড়ে বহুতলের একেবারে ওপরের বিল্ডিংয়ে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই, প্রশ্ন উঠছে হোটেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও।

অল্পের জন্য প্রাণে বেঁচেছেন বহু খেলোয়াড়!

পাকিস্তানের বেশকিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, PSL ম্যাচের আগে ইসলামাবাদের ওই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা পর্বে সেরেনা আবাসনে উপস্থিত ছিলেন পাকিস্তান সুপার লিগের বিভিন্ন দলের খেলোয়াড়রা। সূত্রের খবর, ক্রিকেটারদের পাশাপাশি হোটেলে উপস্থিত ছিলেন দলগুলির সর্বোচ্চ কর্তারাও। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁদের কোনও রকম ক্ষতি হয়নি।

কর্তৃপক্ষের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন

হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, খবর কানে আসতেই তড়িঘড়ি জরুরী প্রটোকল মেনে খেলোয়াড়দের অন্যত্র সরিয়ে নিয়ে যান কর্তৃপক্ষ। সূত্রের খবর, সকলের প্রচেষ্টায় হোটেলের ভেতরে ছড়িয়ে পড়া আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ প্রসঙ্গে, পাকিস্তান সুপার লিগের সিইও সলমন নাসির জানিয়েছেন, ক্রিকেটারদের কোনও রকম ক্ষতি হয়নি। কর্তৃপক্ষের তৎপরতায় আগুন দ্রুত নিভে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন খেলোয়াড়রা।

অবশ্যই পড়ুন: চেন্নাই বধের পরই বিরাট উপহার পেল KKR! যাত্রা শেষ হচ্ছে ধোনিদের?

খোঁজ নিয়ে জানা গেল, অগ্নিকাণ্ডের খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 5টি ফায়ার সার্ভিস ইউনিট ও 50 জন কর্মী। তাঁদের আমারণ প্রচেষ্টায় মাত্র 30 মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও পাকিস্তান সুপার লিগের আগে এমন ভয়াবহ ঘটনায় যথেষ্ট ভীত-সন্ত্রস্ত খেলোয়াড়রা। তবে এই ঘটনার সাথে যে কোনও রকম জঙ্গি বা সন্ত্রাসিদের যোগ নেই তা নিশ্চিত করেছে পাক সংবাদ মাধ্যম!

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join