কলকাতাঃ সাউথ আফ্রিকার মাটিতে চতুর্থ তথা শেষ T20 ম্যাচে (India Vs South Africa) একের পর এক রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে মাত্র ১ উইকেট খুইয়ে ২৮৩ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৪৮ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। ভারতের তরফে সঞ্জু স্যামসন ও তিলক বর্মা দুজনেই দুরন্ত সেঞ্চুরি করেছেন। সূর্যকুমার যাদব টসে জিতে ব্যাটিং করার যেই সিদ্ধান্ত নিয়েছিলেন, তা একদম সঠিক প্রমাণিত করেন সঞ্জু ও তিলক। এই ম্যাচে পাঁচ পাঁচটি নয়া রেকর্ড তৈরি হয়েছে।
১. বিদেশের মাটিতে সবথেকে বেশি রান
টিম ইন্ডিয়ার ব্যাটাররা শেষ T20-তে রুদ্ররূপ ধারণ করেন। সঞ্জু স্যামসন আর তিলক বর্মা প্রোটিয়াদের বিরুদ্ধে বিস্ফোরক ব্যাটিং করে বিদেশের মাটিতে টিম ইন্ডিয়ার হয়ে T20 ম্যাচে সবথেকে বড় রানের ইনিংস গড়ার নজির খেলেছেন।
২. এক বছরে ৩টি সেঞ্চুরি সঞ্জু স্যামসনের
টিম ইন্ডিয়ার ওপেনার সঞ্জু স্যামসন এই সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন। প্রথম টি২০ ম্যাচে তিনি শতরান করেন। দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচে তাঁর ব্যাট থেকে এক রানও আসেনি। চতুর্থ ম্যাচে প্রত্যাবর্তন করেন সঞ্জু। শেষ টি২০টিতেও শতরান করেন তিনি। এই সিরিজে দুটি সেঞ্চুরি এসেছে সঞ্জুর ব্যাট থেকে। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ ম্যাচেও তিনি একটি সেঞ্চুরি করেছিলেন। আর এই সুবাদেই এক বছরে টি২০ ম্যাচে তিন তিনটি সেঞ্চুরি করা বিশ্বের প্রথম ব্যাটার হয়ে উঠেছেন তিনি।
2⃣nd TON of the series ???? ????
3⃣rd TON in T20Is ???? ????
???????????????????? ???????????????????????? – ???????????????? ???? ???????????? ???? ????
Live ▶️ https://t.co/b22K7t8KwL#TeamIndia | #SAvIND pic.twitter.com/aT3Md069P1
— BCCI (@BCCI) November 15, 2024
৩. প্রথমবার এক ইনিংসে দুটি সেঞ্চুরি
সাউথ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ ম্যাচে সঞ্জু স্যামসন ও তিলক বর্মা দুজনাই সেঞ্চুরি করেছেন। টি২০ ক্রিকেটের ইতিহাসে প্রথমবার দুই ব্যাটার একই ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন।
9⃣ ???? 7⃣2⃣
Sanju Samson ???? Tilak Varma
???????? ????????????????????: The ONLY two Indians to score 2⃣ successive T20I ????s ???? ????
Live ▶️ https://t.co/b22K7t8KwL#TeamIndia | #SAvIND pic.twitter.com/lvm31r6s5c
— BCCI (@BCCI) November 15, 2024
৪. সবথেকে বড় পার্টনারশিপ
সাউথ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে টিম ইন্ডিয়ার তরফে সবথেকে বড় পার্টনারশিপের রেকর্ডও গড়া হয়েছে। তিলক বর্মা ও সঞ্জু স্যামসন ২১০ রানের পার্টনারশিপ করে পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়েছেন।
৫. এক ইনিংসে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড
চতুর্থ ও শেষ T20 ম্যাচে ভারতীয় ব্যাটাররা ছয় মারার অনন্য রেকর্ড গড়েছেন। এই ম্যাচে টিম ইন্ডিয়ার ব্যাটাররা মোট ২৩টি ছয় মেরেছেন। টিম ইন্ডিয়ার নামে টি২০ ম্যাচে সবথেকে বেশি ছয় মারার রেকর্ডও তৈরি হয়েছে এই ম্যাচে। তিলক বর্মা ১০, সঞ্জু স্যামসন ৯ ও অভিষেক শর্মা ৪ টি ছয় মেরে এই রেকর্ড গড়েছেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |