ফুটবল মাঠ থেকে ফুটপাত! জিলাপি বেচে সংসার চালাচ্ছেন এক সময়ের দাপুটে প্লেয়ার

Published on:

Updated on:

Football star quits football and now sells Jalebi

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চরম দারিদ্রতার কাছে হার মেনেছে স্বপ্ন। একসময় ফুটবল মাঠে দাপটের সাথে রাজত্ব করা পাকিস্তানি খেলোয়াড় পেটের জ্বালায় জিলেপি (Jalebi) বেচে সংসার চালাচ্ছেন! হ্যাঁ, একজন ফুটবলার হিসেবে নিজের সমস্ত স্বপ্ন বিকিয়ে সংসারের হাল ধরতে আর পাঁচটা দিন-দরিদ্রের মতোই পথে নেমেছেন মহম্মদ রিয়াজ। জালে বল জড়িয়ে উল্লাস করার কথা ছিল যে মুখের তা এখন বিষন্নতায় ভরা।

ভাগ্যের লড়াইয়ে ব্যর্থ রিয়াজ

পরিস্থিতির ভোল বদল বোধহয়, পাকিস্তানের দাপুটে ফুটবলার মহম্মদ রিয়াজের থেকে বেশি কেউই দেখেননি! বর্তমানে ভাগ্যের বেড়াজালে জড়িয়ে কঠিন সংগ্রাম করতে হচ্ছে এই পাক ফুটবলারকে। পাকিস্তানের ফুটবল প্রতিশ্রুতিবান ফুটবলার ছিলেন রিয়াজ। খেলতেন কে-ইলেকট্রিক দলে।

সূত্র বলছে, দেশের হয়ে এশিয়ান গেমসেও প্রতিনিধিত্ব করেছেন রিয়াজ। কিন্তু ভাগ্য তাঁকে ভিন্ন পথ দেখিয়েছে। বর্তমানে সফল ফুটবলার হওয়ার স্বপ্নকে অন্যদের জন্য ছেড়ে দিয়ে সংসার বাঁচাতে কার্যত রাস্তায় নেমেছেন এই প্রতিভাবান ফুটবলার। বর্তমানে ফুটবল ময়দানের বদলে তাঁর রুটি রুজির ঠিকানা রাস্তার ধারের এক চিলতে ছাউনি। হ্যাঁ, ফুটবল ছেড়ে এখন জিলেপির ব্যবসা শুরু করেছেন রিয়াজ।

কেন এমন করুণ অবস্থা রিয়াজের?

রিয়াজের ভাগ্য বদলে যায় ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের বড় নিষেধাজ্ঞায়। আজ থেকে বেশ কিছু বছর আগে, ইমরানের দল পাকিস্তানে অন্তর্বিভাগীয় ফুটবল বন্ধ করে ক্লাব ফুটবল গুলিকে অতিরিক্ত গুরুত্ব দেয়। আর এই কারণেই বাধ্য হয়ে ফুটবল ছেড়ে ব্যবসা শুরু করেছেন পাক ফুটবলার রিয়াজ। যদিও 2019 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের তরফে ফের অন্তর্বিভাগীয় ফুটবল ফিরিয়ে আনার প্রতিশ্রুতি মিলেছিল। তবে তা নাকি এখনও আলোচনার পর্যায়ে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: আর মাঠে নামা হচ্ছে না! বুমরাহর কেরিয়ারে ইতি? বিরাট মন্তব্য প্রাক্তন কিংবদন্তির

পরিস্থিতি বুঝেই বড় সিদ্ধান্ত নিয়েছিলেন রিয়াজ

বর্তমানে পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়ার হাঙ্গুতে জিলেপি বেচে সংসার চালান রিয়াজ। মূলত সৎভাবে পেটের ভাত জোগাড় করতেই তড়িঘড়ি এই পদক্ষেপ নিয়েছিলেন তিনি। এ প্রসঙ্গে ফুটবলারের বক্তব্য, আমার কাছে সেই সময়ে সৎভাবে বেঁচে থাকার কোনও উপায় ছিল না। তাই ফুটবলের বদলে আমি জিলাপি বিক্রিকে পেশা হিসেবে বেছে নিই।

জানা যাচ্ছে, দেশে ফুটবলের ভবিষ্যৎ জেনেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন রিয়াজ। খেলোয়াড় সব শেষে জানিয়েছন, প্রধানমন্ত্রীর ঘোষণা শুনে আশায় ছিলাম হয়তো অন্তর্বিভাগীয় ফুটবল শুরু হবে। তবে এখন আর সেই আশা নেই। রিয়াজের কথায়, আগামী দিনে পাকিস্তান ফুটবলের ভবিষ্যৎ কার্যত অন্ধকার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥