ক্যানসারে আক্রান্ত অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক

Published:

Former Australian cricketer Michael Clarke cancer surgery
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের শরীরে জেঁকে বসেছে ক্যানসার। স্কিন ক্যানসার বহু ভুগিয়েছে তাঁকে। অবশেষে হয়েছে অস্ত্রোপচার। সমাজমাধ্যমে সেই খবর নিজেই জানালেন অজিদের একসময়ের সেনাপতি মাইকেল ক্লার্ক। 44 বছরের অস্ট্রেলিয়ান কিংবদন্তি ইনস্টাগ্রামে নিজের মুখমণ্ডলের একটি ছবি পোস্ট করে ক্যানসার সংক্রান্ত অস্ত্রোপচারের কথা পাঁচ কান করেছেন। দিয়েছেন সুস্থ থাকার বার্তাও।

অস্ত্রোপচার হয়েছে ক্লার্কের

বুধবার ইনস্টাগ্রামে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ক্লার্ক নিজের একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ত্বকের ক্যানসার আসল! বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আমার নাক থেকে আরেকটা কেটে বাদ দেওয়া হল।

প্রাক্তন অজি অধিনায়কের তরফে পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন তিনি। নাকের বাঁদিকে হয়েছে অস্ত্রোপচার। সেখানেই একটি সাদা স্টিচ লাগানো। ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের কথা জানানোর পাশাপাশি বাকিদের ক্যানসার নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ক্লার্ক। প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার লিখেছেন, সবাইকে ত্বকের পরীক্ষা করানোর জন্য মনে করিয়ে দিচ্ছি।

প্রতিকারের চেয়ে প্রতিরোধ ঢের গুণ ভাল। আমার ক্ষেত্রে প্রথম পর্যায়ে ক্যানসার ধরা পড়েছিল। এর কারণটা অবশ্য নিয়মিত পরীক্ষা চালিয়ে যাওয়া। সকল চিকিৎসকদের কাছে আমি কৃতজ্ঞ।

অবশ্যই পড়ুন: গণেশ চতুর্থীর বিশেষ দিনেই বড় সিদ্ধান্ত, IPL থেকে অবসর নিলেন অশ্বিন

 

প্রসঙ্গত, মারণরোগ নিয়ে ক্লার্কের লড়াইটা আজকের নয়। প্রথমবারের মতো 2006 সালে প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের শরীরে বাসা বেঁধেছিল ক্যানসার। সেই সময় তিনি ক্রিকেট নিয়ে পুরোপুরি ব্যস্ত। অস্ট্রেলিয়ার হয়ে রীতিমতো দাপিয়ে খেলছেন।

এরপর থেকে অন্তত 12 বার ক্লার্কের শরীর থেকে ক্যানসার অপসারণ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, গত বছর তাঁর বুকে অস্ত্রোপচার হয়। এছাড়াও 2023 সালে মারণরোগ আটকাতে মুখে এবং কপালেও অস্ত্রোপচার চালিয়েছিলেন চিকিৎসকরা।

জানা যায়, নিজে যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন সেটা যাতে বাকিদের ভোগ করতে না হয় সেজন্য ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 2023 সালে অস্ট্রেলিয়ান স্কিন ক্যানসার ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন ক্লার্ক। সব মিলিয়ে বলাই যায়, শরীরে ভয়াবহ রোগকে বহন করে 22 গজে এবং 22 গজের বাইরেও বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

আরওAustralia
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join