বিক্রম ব্যানার্জী, কলকাতা: জাতীয় দলের সতীর্থরা যখন চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে শত্রুপক্ষকে শায়েস্তা করতে ব্যস্ত, সেই মুহূর্তে টিম ইন্ডিয়ার পেস বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহ চোটের সাথে লড়ছেন! গত বর্ডার গাভাস্কার সিরিজে চোট পাওয়ার পর দীর্ঘ বিশ্রাম পর্ব কাটিয়ে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব পর্ব শেষে বল হাতে অনুশীলনে ফিরেছেন বুমরাহ।
খেলোয়াড়ের 22 গজের কসরত দেখে নতুন করে তাঁকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন ভক্তরা। এমতাবস্থায়, ভারতীয় পেসারের কেরিয়ার নিয়ে বড়সড় মন্তব্য করে বসলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার শেন বন্ড (Former Kiwi Cricketer)। সম্প্রতি খেলোয়াড়ের চোট কিছুটা কাটলেও আসন্ন IPL শুরুর কয়েকটি ম্যাচ তাঁর অনুপস্থিতির খবর সামনে এসেছে, এবার সেই দুঃসংবাদের মধ্যেই ভারতীয় তারকাকে নিয়ে কিউই কিংবদন্তির বিরাট মন্তব্যে বাড়ল জল্পনা।
বুমরাহর কেরিয়ার নিয়ে ঝুঁকিপূর্ণ মন্তব্য!
সম্প্রতি ভারতীয় পেসার বুমরাহর চোট নিয়ে কমবেশি মন্তব্য করেছেন অনেকেই। নেট মাধ্যমেও চলেছে দীর্ঘ কাঁটাছেড়া। তবে চ্যাম্পিয়নস ট্রফি শেষ হতে না হতেই কিউই কিংবদন্তীর মন্তব্য ঘিরে তুঙ্গে উঠেছে জল্পনা। সম্প্রতি ভারতীয় তারকা বুমরাহর চোট প্রসঙ্গে নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার শেন বন্ড বলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্টে যদি বুমরাহকে খেলানো যায় সে ক্ষেত্রে বোঝা যাবে যে তিনি আগামী ম্যাচগুলিতেও দলের হয়ে খেলবেন।
ইংলিশদের বিরুদ্ধে গ্রীষ্মকালীন টেস্ট ম্যাচে তাঁকে খেলাতে পারলে আত্মবিশ্বাস বাড়বে ঠিকই, তবে আশঙ্কা, খেলোয়াড় যদি আবারও একই জায়গায় চোট পান সেক্ষেত্রে তাঁর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। প্রাক্তন কিউই তারকা আরও বলেন, বুমরাহ যদি ফের একই জায়গায় চোট পান, সেক্ষেত্রে আমার মনে হয় না তিনি আবারও অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে পারবেন।
একই চোট ভোগাচ্ছে বুমরাহকে?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত বর্ডার গাভাস্কার সিরিজের শেষ টেস্ট চলাকালীন আচমকা চোট পান ভারতীয় তারকা জসপ্রীত। এরপরই তড়িঘড়ি স্টেডিয়াম ছাড়েন তিনি। চিকিৎসকদের পরামর্শে পিঠের চোট নিয়ে খেলোয়াড়কে ভর্তি করা হয় হাসপাতালে। চলে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা ও স্ক্যান। সবশেষে, চিকিৎসক মহলের উপদেশে 5 সপ্তাহের জন্য সম্পূর্ণ বেড রেস্টে চলে যান বুমরাহ। যার কারণে সদ্য শেষ হওয়া মিনি বিশ্বকাপে অংশ নেওয়া হয়নি তাঁর।
অবশ্যই পড়ুন: বিদেশের মাটিতে শেষ চারে যোগ্যতা অর্জনের লড়াই, কোন অঙ্কে সেমিতে পৌঁছবে ইস্টবেঙ্গল?
তবে বলে রাখা ভাল, বুমরাহর পিঠের চোট একেবারেই নতুন নয়। বহুবার একই ক্ষততে আঘাত পেয়েছেন খেলোয়াড়। শেষবারের মতো চোট নিয়ে লড়াইটা তীব্র হয়েছিল 2023 সালে। সে বছরের মার্চ মাসে ম্যাচ চলাকালীন পিঠে নিচের অংশে চোট পেয়েছিলেন তিনি। এরপরই প্রবল যন্ত্রনা নিয়ে শেষমেষ অস্ত্রপোচার হয় ক্রিকেটারের। অজিদের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে কার্যত ফের একই ক্ষততে আঘাত পান বুমরাহ। এখন দেখার ঠিক কবে নাগাদ বল হাতে মাঠে ফেরেন তিনি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |