সুযোগ দেয়নি KKR, এবার ১১ বলে ৬ উইকেট নিয়ে মোক্ষম জবাব দিলেন তরুণ অফ স্পিনার

Published:

kkr team
Follow

কলকাতাঃ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবারের রিটেন প্লেয়ারদের তালিকা প্রকাশ করেছে। তাঁর মধ্যে নেই এক দশক পর দলকে ট্রফি জেতানো অধিনায়ক শ্রেয়স আইয়ারের নাম। সঙ্গে নাম নেই ২৫ কোটির বিধ্বংসী বোলার মিচেল স্টার্কেরও। KKR-র এই সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন। কিন্তু KKR আরও একজনকে দল থেকে রিলিজ করেছেন, যিনি সম্প্রতি ১১ বলে ৫ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছেন। আজ কথা হচ্ছে আফগান স্পিনার আল্লাহ গজনফরকে নিয়ে।

আল্লাহ গজনফরের সামনে কুপোকাত বাংলাদেশ

আফগানিস্তান এখন বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলছে। আর সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল বুধবার। প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান বাংলাদেশের সামনে ২৩৫ রানের লক্ষ্য দেয়। অনেকেই ভেবেছিল বাংলাদেশ এই লক্ষ্য হাসতে খেলতে পূরণ করে দেবে। কিন্তু হল উল্টোটা। বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৪৩ রানেই। আর বাংলাদেশের এই বিপর্যয়ের জন্য সবথেকে বেশি যদি কেউ দায়ী থাকেন, তিনি হলে আফগান অফ স্পিনার আল্লাহ গজনফর। মাত্র ১১ বলে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের অর্ধেক টিমকে প্যাভিলিয়নে ফেরান এই তরুণ স্পিনার।

আল্লাহ গজনফরের এই পারফরমেন্সে বাংলাদেশ যেমন দুঃখী, তেমনই KKR ও দুঃখী। কারণ যেই বোলারকে তাঁরা সহজেই কম টাকায় ধরে রাখতে পারত, তাঁকে হেলায় ছেড়ে দিয়েছে। ২০২৪-র আইপিএলে আল্লাহ গজনফর নাইট শিবিরের অংশ ছিলেন ঠিকই, কিন্তু তাঁকে এক ম্যাচেও খেলার সুযোগ দেওয়া হয়নি। আর এবার তিনি নিজের পারফরমেন্স দিয়ে তাঁরই জবাব দিলেন।

নখ কামড়াচ্ছে KKR

আল্লাহ গজনফর বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে বল করেছিলেন মাত্র ৬.৩ ওভার। আর তাতেই কুপোকাত হয় টাইগাররা। আল্লাহ এই ৬.৩ ওভারে ১ টি মেডেন নেন, তাছাড়াও ২৬ রান দিয়েছিলেন তিনি। আর তুলে নিয়েছিলেন বাংলাদেশের ৬ জন প্লেয়ারকে। আল্লাহ’র এই দুরন্ত পারফরমেন্স দেখে এখন KKR হয়ত নখ কামড়াচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join