এক ম্যাচ খেলিয়ে যাকে বাদ দিয়েছিল KKR, এবার তাণ্ডব দেখাল সে! একাই হারাল বিপক্ষকে

Published on:

abhijeet tomar

কৌশিক দত্ত, কলকাতাঃ বিজয় হাজারে ট্রফিতে তরুণ প্লেয়াররা নিজেদের পারফরমেস দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। আর সেই তালিকায় নাম জুড়েছে আরেক প্লেয়ারের। তিনি দুর্দান্ত শতরান করে নিজের জাত চিনিয়েছেন। একদা কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে খেলা এই প্লেয়ারের নাম এখন সবার মুখে মুখে। যদিও এখন তিনি KKR-র অংশ নন। শুধু কলকাতা কেন, এবারের IPL-এ কোনও দলেই নাম নেই তাঁর। আসলে আজ কথা হচ্ছে রাজস্থানের ওপেনার অভিজিৎ তোমারকে নিয়ে। প্রাক্ত এই KKR প্লেয়ার আজ বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে বিপক্ষ তামিলনাড়ুর বোলারদের ঘুম উড়িয়ে দিয়েছিলেন।

তামিলনাড়ু বনাম রাজস্থান

WhatsApp Community Join Now

২৯ বছর বয়সী অভিজিৎ তোমার রাজস্থানের ওপেনার ব্যাটার। আর আজও ওপেনে নেমে তিনি নিজের দায়িত্ব সামলেছেন। ব্যাট হারে আজ ১২৫ বলে ১১১ রান করেছেন অভিজিৎ। তাঁর এই অসাধারণ পারফরমেন্সের জেরে তামিলনাড়ুর সামনে ২৬৭ রানের লক্ষ্য দেয় রাজস্থান। লক্ষ্য তাড়া করতে নেমে ২৪৮ রানেই গুটিয়ে যায় তামিলনাড়ু।

নিজের ইনিংসে ১২টি ৪ ও চারটি ৬ মেরেছেন অভিজিৎ তোমার। প্রথম শ্রেণির ম্যাচে এটা অভিজিতের চতুর্থ সেঞ্চুরি। বলে দিই, এখন অবধি ৪৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন অভিজিৎ। তাঁর মধ্যে তিনি ১০০০-র বেশি রান করেছেন। বিজয় হাজারেতে এখন অবধি ৪টি ম্যাচ খেলেছেন তিনি। তাঁর মধ্যে ২টি হাফ সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি রয়েছে। বলতে গেলে বর্তমানে জীবনের সেরা ফর্মে রয়েছেন অভিজিৎ।

২০২২-এ KKR-র হয়ে খেলেছিলেন অভিজিৎ তোমার

২০২২ সালে কলকাতা নাইট রাইডার্সের অংশ ছিলেন অভিজিৎ। তবে কলকাতার হয়ে মাত্র একটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। আর ওই ম্যাচে মাত্র ৪ রান করেই আউট হয়ে যান রজস্থানের এই ব্যাটার। এরপর KKR তাঁকে আর দ্বিতীয় সুযোগ দেয়নি। ওদিকে এবারের IPL-র মেগা নিলামে কোনও দলই অভিজিতের জন্য দর হাঁকায়নি।

সঙ্গে থাকুন ➥
X