রোহিতকে নিয়ে গুঞ্জনের মাঝেই ক্রিকেট থেকে অবসর নিলেন প্রাক্তন KKR প্লেয়ার

Published on:

sheldon jackson retirement

কৌশিক দত্ত, কলকাতাঃ বর্ডার-গাভাস্কার ট্রফিতে টিম ইন্ডিয়ার শোচনীয় অবস্থার থেকেও এখন বেশি আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছেন রোহিত শর্মা। বিভিন্ন মিডিয়া রিপোর্টকে সত্যি করে সিডনিতে পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচে প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন রোহিত শর্মা। তবে তাঁকে বাদ দেওয়া হয়েছে, না তিনি নিজেই সরে গিয়েছেন সেটা এখনও জল্পনা। আর এরই মধ্যে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার অবসর নিয়েও জল্পনা শুরু হয়েছে। জানা যাচ্ছে যে, মেলবোর্নে নিজের কেরিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছেন রোহিত শর্মা। BGT শেষ হলেই তিনি নিজের অবসরের কথা জানাবেন। তবে এসবের মধ্যে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন প্লেয়ারের আচমকাই অবসরের সিদ্ধান্ত আবার শিরোনামে উঠে এসেছে।

অবসরের সিদ্ধান্ত কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন উইকেট রক্ষকের

WhatsApp Community Join Now

জানা গিয়েছে যে, ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন প্লেয়ার শেলডন জ্যাকসন (Sheldon Jackson)। বলে দিই, শেলডন বর্তমানে বিজয় হাজারে ট্রফিতে খেলছিলেন। সৌরাষ্ট্রের হয়ে খেলা এই ক্রিকেটার ৩১ ডিসেম্বর নিজের অবসরের কথা জানান টিম ম্যানেজমেন্টকে।

ESPNCricInfo-কে দেওয়া এক সাক্ষাৎকারে শেলডন জ্যাকসন জানান, কিছুদিন ধরেই তাঁর মাথায় অবসরের কথা ঘুরছিল। ৩১ ডিসেম্বর পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের আগে আমি আমার সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টকে জানিয়েছি। তবে এখনই লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়ে আমি কোনও সিদ্ধান্ত নিইনি।

২০১৭ ও ২০২২ সালে কলকাতা নাইট রাইডার্সের অংশ ছিলেন শেলডন জ্যাকসন। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংও করতেন তিনি। তবে IPL-এ তেমন কোনও দাগ ফেলতে পারেননি কোনদিনও। এমনকি দুই বছর ধরে নিলামে নাম উঠলেও, তাঁকে কেনার জন্য আগ্রহ দেখায়নি কোনও ফ্রাঞ্চাইজিই। আর এই কারণেই শেলডন শেষমেশ নতুনদের জায়গা করে দিতে অবসরের সিদ্ধান্ত নিলেন।

শেলডন জ্যাকসনের কেরিয়ার | Sheldon Jackson Career |

৩৮ বছর বয়সী শেলডন জ্যাকসন ৮৬টি লিস্ট এ ম্যাচে ২৭৯২ রান করেছেন। তিনি এই ৮৬ ম্যাচে ৯টি শতরানও করেছেন। এছাড়াও উইকেট কিপিংয়ে মোট ৪২টি ক্যাচ নিয়েছেন। এছাড়াও ৮৪টি টোয়েন্টি২০ ম্যাচ খেলেছেন শেলডন। সেখানে তিনি ১৮১২ রান করেছেন। এর মধ্যে একটি শতরানও রয়েছে।

সঙ্গে থাকুন ➥
X